প্রযুক্তি বিভাগে ফিরে যান

চাঁদের পর সূর্য জয়ের পথে ISRO, হ্যালো অরবিটে প্রবেশ আদিত্য এল-১-র

January 7, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছে ইতিহাস গড়েছে ভারত, এবার সূর্য জয়ের হাতছানি ইসরোর সামনে। প্রথম সূর্য অভিযানেই নজির গড়ল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। সৌরযান আদিত্য এল-১ নির্ধারিত সময়েই চূড়ান্ত কক্ষপথ ল্যাগরাঞ্জিয়ান-১ পয়েন্টের হ্যালো অরবিটে প্রবেশ করল। শনিবার বিকেলে এক্স হ্যান্ডেলে এমনটাই জানিয়েছে ইসরো।

সৌরযানের বয়ানে ইসরো লিখছে, ‘ইন্ডিয়া, আই ডিড ইট। আই হ্যাভ রিচড টু মাই ডেস্টিনেশন!’ তর্জমা করলে দাঁড়ায়, আমি সফল হয়েছি। আমার গন্তব্যে পৌঁছেছি। ইসরোর আগে কেবলমাত্র মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এই পয়েন্টে পৌঁছতে পেরেছিল।

এই ল্যাগরাঞ্জিয়ান পয়েন্ট পয়েন্ট হল, সূর্য ও পৃথিবীর মাঝামাঝি এমন এক বিশেষ অবস্থান; যেখানে পৃথিবী ও সূর্যের আকর্ষণ বল পরস্পরের সমান ও বিপরীতমুখী হয়। যে’কারণে উপগ্রহটি স্থিতিশীল কক্ষপথে আবর্তন করতে পারবে। এই পয়েন্টে সূর্যের গ্রহণ হয় না, ফলে আগামী পাঁচবছর নিরবচ্ছিন্নভাবে আদিত্য এল-১ সূর্যকে পর্যবেক্ষণ করতে পারবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#aditya l1

আরো দেখুন