পুজো স্পেশাল বিভাগে ফিরে যান

পৌষ অমাবস্যা উপলক্ষে বাগনানের খালোড় কালিবাড়ি উপচে পড়ছে ভিড়

January 11, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বাগনানের খালোড় কালিবাড়িতে পৌষ অমাবস্যা উপলক্ষে পুজো দেওয়ার ঢল নেমেছে। শোনো যায়, মহারাজা কন্দর্প নারায়ণ কালীর স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির গড়েছিলেন। পৌষ মাসে এখানে দেবীর পুজো হয়। মুলোকালীর মেলা বসে।

মানুষের বিশ্বাস, পৌষ মাসের অমাবস্যায় মুলো দিয়ে মা কালীর পুজো করলে বিশেষ ফল লাভ হয়। সেই বিশ্বাস থেকে, ফি বছর পৌষ মাসের অমাবস্যার দিন বিভিন্ন কালীমন্দিরে ভক্তদের ভিড় উপচে পড়ে। আজ, বৃহস্পতিবার পৌষ অমাবস্যা। এবারও বাগনানের খালোড় কালীবাড়িতে ভক্তদের ভিড় উপচে পড়েছে। বিশেষ পুজোর পাশাপাশি ভোগের ব্যবস্থাও রাখা হচ্ছে বলে জানা গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bagnan, #Poush, #amabasya, #khalor kalibari, #West Bengal

আরো দেখুন