পুজো স্পেশাল বিভাগে ফিরে যান

উত্তর দিনাজপুরের ফুলবাড়ি শ্মশান কালীর কাহিনি জানেন?

January 22, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানার ফুলবাড়ি গ্রামে রয়েছে শ্মশান কালীর মন্দির। মরা পিতানু নদীর তীরে প্রায় দু-একর জায়গা নিয়ে গড়ে উঠেছে ফুলবাড়ি শ্মশান। ভেণ্ডাবাড়ি, মালখুণ্ডা, ডুবকুল, সাহাপুর ইত্যাদি গ্রামের শবদেহ ফুলবাড়ি শ্মশানে সৎকার করা হয়।

জনশ্রুতি রয়েছে, একদিন ভোরে নদীতে মাছ ধরতে যাওয়ার সময় জনৈক অসীম বিশ্বাস মা কালীর দর্শন পান। মা কালী তাঁকে ফুলবাড়ি শ্মশানে পুজো দেওয়ার কথা বলেন। অসীমবাবুর উদ্যোগেই ১৯৮৩ সালে কালীপুজো শুরু হয়। পাঁচ চূড়া বিশিষ্ট দক্ষিণমুখী কালী মন্দির গড়ে তোলা হয়। মন্দিরের কালী মূর্তির উচ্চতা ৫ ফুট। কালী মূর্তি পাথরের তৈরি, সুদূর রাজস্থান থেকে তা আনা হয়েছে।

কাছেই রয়েছে দক্ষিণমুখী শিবমন্দির, কালো পাথরের শিবলিঙ্গ ও শ্বেত পাথরের দেবী দুর্গা ও গণেশের মূর্তি প্রতিষ্ঠিত সেখানে। এছাড়াও পশ্চিমমুখী এক চূড়া মনসা ও দক্ষিণমুখী এক চূড়া শীতলার মন্দির রয়েছে। মৃন্ময়ী মূর্তিতে তাঁদের পুজো হয়। নাটমন্দিরও গড়ে তোলা হয়েছে।মন্দিরগুলি গৌড়ীয় বর্ণের। প্রতি বছর মাঘী অমাবস্যায় মহাধু্মধামে বাৎসরিক কালীপুজো হয়। ভক্তরা মানত করেন। সরস্বতী পুজোর পরদিন থেকে এখানে বাউল মেলা বসে। পাঁচদিন ধরে চলে মেলা, বাউল গানের আসর জমে ওঠে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #north dinajpur, #Fulbari, #Shashan kali

আরো দেখুন