পুজো স্পেশাল বিভাগে ফিরে যান

শতবর্ষে সরস্বতী পুজোর কার্নিভাল? কোন ইতিহাসের সাক্ষী হুগলি?

January 29, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এখন প্রায় সব পুজোকে ঘিরেই কার্নিভালের চল হয়েছে। কিন্তু হুগলিতে প্রায় একশো বছর আগে শুরু হয়েছিল সরস্বতী পুজোর কার্নিভাল। মৃৎশিল্পী ও আলোকশিল্পীরা সরস্বতী ঠাকুর নিয়ে শোভাযাত্রায় অংশ নিতেন। আজও তা হয়।

১৯২৩ সালে প্রথম সরস্বতী প্রতিমা নিয়ে শোভাযাত্রা আরম্ভ হয়েছিল। নিয়ম করে প্রতি বছর শোভাযাত্রা ও প্রতিযোগিতা হয়। পুরস্কার দেওয়ার চলও ছিল। হুগলি-চুঁচুড়া কেন্দ্রীয় সরস্বতী পূজা ও প্রতিমাসজ্জা প্রতিযোগিতা পরিচালন কমিটি শোভাযাত্রায় অংশগ্রহণ করত। ১৯২৩ সালে ৬০টি পুজো অংশ নিয়েছিল শোভাযাত্রায়। কাঁধে করে প্রতিমা বয়ে নিয়ে যেতেন মৃৎশিল্পীরা। আলোকসজ্জাও কাঁধে নিয়ে প্রতিযোগিতা হত। বিশেষ পুরস্কার দেওয়া হত।

এখন গাড়ি করে প্রতিমা নিয়ে যাওয়া হয়, ট্যাবলো থাকে। ৩২টি পুজো কমিটি অংশ নেয় শোভাযাত্রায়। প্রতিযোগিতা এবং পুরস্কার দেওয়া হয় আজও। রবিবার শোভাযাত্রার শতবর্ষ উদযাপন উৎসব ছিল, সেই উপলক্ষ্যে ট্যাবলো সাজিয়ে পুজো কমিটিগুলো শোভাযাত্রা করেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Festival, #hooghly, #saraswati pujo, #100 Years, #Saraswati Pujo 2024

আরো দেখুন