বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারত ৫-এ, বাংলাদেশেরও নীচে
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ইংল্যান্ডের বিরুদ্ধে আগামী ২ ফেব্রুয়ারি থেকে বিশাখাপত্তনমে শুরু হতে চলা সিরিজের দ্বিতীয় টেস্টে চোটের কারণে রবীন্দ্র জাদেজা এবং কেএল রাহুলকে ছাড়াই নামবে ভারতীয় দল ৷ বিসিসিআই সূত্রের খবর, এই টেস্টে ভারতীয় দলে ডাক পেয়েছেন সরফরাজ খান, সৌরভ কুমার ও ওয়াশিংটন সুন্দর।
হায়দ্রাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে ২৮ রানে লজ্জার হারের পর টিম ইন্ডিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও পিছিয়ে পড়ল। ভারতীয় দোল এবার নেমে গেল বাংলাদেশেরও নীচে। এখন এই তালিকায় ভারত পাঁচ নম্বরে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ অমীমাংসিত রাখায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এসেছিল ভারত। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ জেতায় সেই জায়গা নেয় অস্ট্রেলিয়া। হায়দ্রাবাদ টেস্টের আগে ভারতের পয়েন্ট ছিল ৫৪.১৬। কিন্তু টেস্টে হারের পর তা কমে হয়েছে ৪৩.৩৩। যা বাংলাদেশের চেয়েও কম। বাংলাদেশের বর্তমান পয়েন্ট ৫০। আর ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। দু’ নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকা, তিন নম্বরে থাকা নিউজ়িল্যান্ড ও চার নম্বরে থাকা বাংলাদেশ সকলেরই পয়েন্ট ৫০।