ডাকঘরের ওয়েস্টার্ন ইউনিয়ন মানি ট্রান্সফার সার্ভিস বন্ধ করল মোদী সরকার?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ডাকঘরের ওয়েস্টার্ন ইউনিয়ন মানি ট্রান্সফার সার্ভিস বন্ধ করল মোদী সরকার। হঠাৎ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৩১ জানুয়ারি থেকে পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও বিজ্ঞপ্তি জারি হয়েছে ২ ফেব্রুয়ারি। দেশের আম জনতার মধ্যে বাড়ছে ক্ষোভ। বৃদ্ধ বাবা-মা ডাকঘরের দিকে তাকিয়ে থাকেন, কারণ বিদেশে থাকা ছেলেমেয়েরা পোস্ট অফিসে ‘ওয়েস্টার্ন ইউনিয়ন মানি ট্রান্সফার সার্ভিসের’ মাধ্যমে টাকা পাঠান। চুপিসারে সেই পরিষেবা বন্ধ করল মোদী সরকার।
২ ফেব্রুয়ারি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জেনারেল পোস্ট অফিসের প্রতিটি সার্কেলের প্রধানদের চিঠি পাঠিয়ে পরিষেবা বন্ধের নির্দেশ দিয়েছেন। বলা হয়েছে, ৩১ জানুয়ারি থেকে ওয়েস্টার্ন ইউনিয়ন মানি ট্রান্সফার সার্ভিস বন্ধ থাকবে। মোদী সরকারের এই পদক্ষেপের জেরে, ভিনদেশে কাজ করতে যাওয়া শ্রমিক এবং মধ্যবিত্ত শ্রেণি বিপাকে পড়েছে। বহু নামী সংস্থার কর্মীও পোস্ট অফিসের মাধ্যমে এতদিন টাকা পাঠাতেন। তাঁরাও সমস্যায় পড়েছেন।
দেশের নানান রাজ্য থেকে শ্রমিকরা সৌদি আরবে কাজ করতে যান। তাঁরা পোস্ট অফিসের মাধ্যমেই বাড়িতে টাকা পাঠাতেন। এমনকী ইউরোপ-আমেরিকাতে কর্মরত অনেকেই ডাক বিভাগের এই পরিষেবার মাধ্যমে বাড়িতে টাকা পাঠাতেন। কিন্তু হঠাৎ করে পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় আতান্তরে বিপুল সংখ্যক মানুষ।
টাকা ট্রান্সফারের এই পরিষেবা একদা ব্যাপক জনপ্রিয় ছিল। টাকা পাঠানোর কিছুক্ষণের মধ্যেই এদেশের যেকোনও পোস্ট অফিস থেকে টাকা তোলা যেত। শুধুমাত্র বিদেশ থেকেই টাকা পাঠানো যেত। এদেশ থেকে বিদেশের পোস্ট অফিসে টাকা পাঠানো যেত না। ১৯৫টি দেশ এই নেটওয়ার্ক ছিল। বিদেশে থাকা লোকজনদের পরিবারের আর্থিক নির্ভরশীলতার কথা ভেবে প্রকল্পটি চালু হয়। এমন ঐতিহ্যবাহী পরিষেবা বন্ধে ক্ষুব্ধ দেশবাসী।