← দেশ বিভাগে ফিরে যান
প্যান-আধারের সংযোগে দেরি হওয়ায় জরিমানা, জানেন কত অর্থ এল কেন্দ্রের ঘরে?
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: কেন্দ্রের তরফে বারেবারে প্যান-আধার সংযোগের কথা বলা হলেও ঘুম ভাঙেনি একশ্রেণির মানুষের। ফলে বাড়ানো হয়েছিল নিখরচায় প্যান-আধার সংযোগের সময়সীমা। গত ৩০ জুন নির্ধারিত সময়সীমা পেরনোর পরও বাকি রয়ে গিয়েছিল বহু প্যান কার্ড। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় প্যান-আধার সংযোগের জন্য জরিমানা নিতে শুরু করেছিল কেন্দ্র। সেই ক্ষতিপূরণ থেকে বিশাল অঙ্কের লাভের মুখ দেখল বিজেপি সরকার।
সোমবার লোকসভার প্রশ্নোত্তর পর্বে একথা জানান অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরী। এখনও সংযোগের অপেক্ষায় রয়েছে ১১ কোটি ৪৮ লক্ষ প্যান কার্ড। হিসেব বলছে, গত ১ জুলাই থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ১০০০ টাকা জরিমানা দিয়ে আধার-প্যান সংযোগের ফলে কেন্দ্রীয় কোষাগারে জমা পড়েছে প্রায় ৬০১ কোটি ৯৭ লক্ষ টাকা।