রাজ্য বিভাগে ফিরে যান

‘বিষ্যুদবারের গপ্পো’, লক্ষ্মীবারে কী কাহিনি বলবে রাজ্য পুলিশ?

February 10, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এক অভিনব উদ্যোগ নিয়ে হাজির হচ্ছে রাজ্য পুলিশ। জানতে চোখে রাখতে হবে পশ্চিমবঙ্গ পুলিশের ফেসবুক পেজে। নাম দেওয়া হয়েছে বিষ্যুদবারের গপ্পো, যেখানে উঠে আসছে বাংলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি বিষয়ক নানান জানা ও অজানা কাহিনি।

পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল পেজের তরফে বলা হচ্ছে, “এই পেজে আমরা সাধারণত পোস্ট করি অপরাধদমনে আমাদের সাফল্যের কথা। অথবা সচেতনতামূলক কিছু সতর্কবার্তা, ভিডিও বা রিলের মাধ্যমে। কিন্তু সপ্তাহে একদিন একটু স্বাদবদল হলে মন্দ কী? অন্যান্য পোস্টের পাশাপাশিই, এখন থেকে প্রতি বৃহস্পতিবার আমরা এই পেজে ভাগ করে নেব বাংলার ঐতিহ্য, বাংলার সংস্কৃতি, বাংলার ইতিহাসের কিছু টুকরো ঝলক। যার কিছুটা আমাদের অনেকেরই জানা, কিছুটা হয়তো বা অজানাও। ফুটবল থেকে ফেলুদা, নবীন ময়রা থেকে নকুড়ের জলভরা, চিংড়ির মালাইকারি থেকে ভাপা ইলিশ, এবং আর যা যা কিছু নিয়েই আমাদের পথচলা, রোজকার যাপন, তার জানা-অজানা গল্প আগামী সপ্তাহ থেকে আমরা ভাগ করে নেব প্রতি বৃহস্পতিবার। অনুরোধ, সঙ্গে থাকবেন।”

https://www.facebook.com/reel/2320308364827280

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal Police, #story telling, #programme

আরো দেখুন