প্রযুক্তি বিভাগে ফিরে যান

আসছে Gmail-র Competitor? কী পরিকল্পনা Elon Musk-র?

February 26, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে চলছে জিমেল? শোনা যাচ্ছে, এক্সমেল আনতে চলেছেন ধনকুবের এলন মাস্ক (Elon Musk)। টুইটার কিনে ‘এক্স’ বানিয়েছেন মাস্ক, চ্যাটজিপিটির নিজস্ব সংস্করণ প্রকাশ করেছেন এবার তিনি বাজারে আনছেন ‘এক্সমেল’। যা গুগলের জিমেল পরিষেবার সঙ্গে টক্কর দিতে পারে বলে মনে করা হচ্ছে।

গুগলের জিমেল (Gmail) পরিষেবা বন্ধ হওয়ার গুজব ছড়িয়েছিল সমাজ মাধ্যমে। ভাইরাল হওয়া ভুয়ো স্ক্রিনশটে দাবি করা হয়, ২০২৪ সালের আগস্ট থেকে বন্ধ হয়ে যাবে জিমেল। গুগল দ্রুত জানায় জিমেল বন্ধ হচ্ছে না। তারপরই মাস্কের ঘোষণা সামনে আসে।

তবে ‘এক্সমেল’ (Xmail) নিয়ে কোনও বিবরণ দেননি এলন মাস্ক। তবে তিনি জানিয়েছেন্য খুব শীঘ্রই আসতে চলেছে ‘এক্সমেল’ পরিষেবা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Gmail, #Elon Musk, #Xmail

আরো দেখুন