রাজ্য বিভাগে ফিরে যান

লোকসভা নির্বাচনে রাজ্যে BJP-র থেকে দ্বিগুণ আসন পাবে বলে দাবি করল TMC

March 23, 2024 | < 1 min read

লোকসভা নির্বাচনে রাজ্যে BJP-র থেকে দ্বিগুণ আসন পাবে বলে দাবি করল TMC

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: লোকসভা নির্বাচনে রাজ্যে কোন দল কত সিট পাবে, তা নিয়েই এখন চলছে জল্পনা। চায়ের দোকান থেকে ট্রেন-বাসে সর্বত্র এবিষয় নিয়ে চলছে চর্চা। এই অবস্থায় তৃণমূল কংগ্রেস দাবি করল রাজ্যে তারা বিজেপি’র দ্বিগুণ আসন পাবে। রাজ্যের বর্তমান পরিস্থিতিতে যা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বিষয় বলে মনে করছে রাজনৈতিক মহল।

আজ শনিবার তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন বলেছেন, “পশ্চিমবঙ্গে আমরা অন্তত বিজেপির থেকে দ্বিগুণ আসন পাব। বিজেপির গত বারের জেতা আসনের নেতারা জানেন না, এ বার ভোটে টিকিট জুটবে কি না। প্রথম দফাতেই ২৯ জনের নাম ঘোষণা করে এক জনকে ফিরিয়ে নিতে হয়েছে। বাংলার বিজেপি নেতারা শুধু দিল্লি যাতায়াত করছেন।”

সন্দেশখালিতে মূল অভিযুক্ত শেখ শাহজাহানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরে এখন যা পরিস্থিতি, তাতে বসিরহাটে লোকসভা কেন্দ্রে তৃণমূল গত বারের তুলনায় বড় ব্যবধানে জিতবে বলেই দাবি ডেরেকের। তাঁর কথায়, “সন্দেশখালির ঘটনা ছিল মূলত জমি দুর্নীতি সংক্রান্ত। সেটি নিয়ে বিজেপি নারী নির্যাতনের ভাষ্য তৈরি করেছে। তা করেই ভুল করেছে। মানুষের মনে প্রশ্ন উঠছে, কারা নারীদের হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলছেন।”

ডেরেকের মতে, “বিজেপির এই তৈরি করা ভাষ্যে আসলে লাভই হয়েছে তৃণমূলের। কারণ মহিলা কুস্তিগিরদের প্রতি শাসক দলের অন্যায়, হাথরস বা লখিমপুর খেরির মতো কাণ্ডে নারীদের নির্যাতনে মুখ বুজে থেকেছে মোদী-শাহের দল। নির্যাতকদের প্রশ্রয় দিয়েছে দলের স্বার্থে। অন্য দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির সবচেয়ে বড় শক্তি বাংলার নারী সমাজ।”

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #Trinamool Congress, #Loksabha Election 2024

আরো দেখুন