রাতেই ঝড়ে বিধ্বস্ত জলপাইগুড়ির উদ্যেশ্যে রওনা মমতার, দেখা করলেন আহতদের সঙ্গে
রবিবারই কৃষ্ণনগরে লোকসভা ভোটের প্রচারে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সন্ধায় কলকাতায় ফিরেও এসছিলেন।
April 1, 2024
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রবিবারই কৃষ্ণনগরে লোকসভা ভোটের প্রচারে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সন্ধায় কলকাতায় ফিরেও এসছিলেন। জলপাইগুড়িতে ঝড়ের খবর শুনে নিজে তদারকি করবেন করবেন বলে গতকাল রাতেই জলপাইগুড়ির উদ্দ্যেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘‘জেনে দুঃখ পেলাম যে হঠাৎ ভারী বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়ায় আজ বিকেলে জলপাইগুড়ি-ময়নাগুড়ি এলাকায় কিছু বিপর্যয় ঘটেছে। ’’
জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে গিয়ে দেখা করলেন আহতদের সঙ্গে ।


