রাজ্য বিভাগে ফিরে যান

রাজ্যপালের উত্তরবঙ্গ সফর বাতিল! বিতর্কের জের?

April 18, 2024 | < 1 min read

রাজ্যপাল সি ভি আনন্দ বোস

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: উত্তরবঙ্গ সফর বাতিল করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Ananda Bose)। বৃহস্পতিবার রাজ্যপাল জানান, তিনি ভোটের সময় মানুষের পাশে থাকতে চেয়েছিলেন। সংবিধানে কোনও বাধা না থাকলেও, তাঁর সফর ঘিরে রাজনীতি হচ্ছে। রাজ্যপাল জানিয়েছেন, তাঁর দপ্তরের মর্যাদা ক্ষুণ্ণ হোক তিনি চান না। তাই তিনি তাঁর উত্তরবঙ্গ সফর বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন।

রাজ্যপালের উত্তরবঙ্গ (North Bengal) সফর নিয়ে আজকেই নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিল তৃণমূল (TMC)। অভিযোগ ছিল, নির্বাচনী বিধি ভেঙে ভোটের দিন এবং আগের দিন সফর করতে চলেছেন রাজ্যপাল বোস। এরপর বিবৃতি দিয়ে সিদ্ধান্ত বদলের কথা জানান রাজ্যপাল। তিনি লেখেন, মানুষের পাশে থাকবেন বলেই ভোটের সময় পথে নামার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু সেই সফরের রাজনীতিকরণ হচ্ছে। তাঁর দপ্তরের মর্যাদা কাউকে নষ্ট করতে দেবেন না।

উল্লেখ্য, উত্তরবঙ্গে শুক্রবার প্রথম দফার লোকসভা ভোট। তার আগে রাজ্যপাল আলিপুরদুয়ারে যেতে পারেন বলে জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে অভিযোগ জানিয়েছিল তৃণমূল। কমিশনকে দ্রুত পদক্ষেপ করার আর্জি জানিয়েছিল তৃণমূল। রাজ্যপাল সিদ্ধান্ত বদল করলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Lok Sabha Election 2024, #C V Ananda Bose, #West Bengal Governor, #North Bengal

আরো দেখুন