ডুমুরজলা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করে মনোনয়ন দাখিল তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের

মঙ্গলবার দুপুরে ডুমুরজলা থেকে শুরু হয় মনোনয়ন দাখিলের শোভাযাত্রা।

May 1, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যেঃ AITC Howrah

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বর্ণাঢ্য শোভাযাত্রা করে মঙ্গলবার মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে ডুমুরজলা থেকে শুরু হয় মনোনয়ন দাখিলের শোভাযাত্রা। প্রার্থীর সঙ্গেই ছিলেন মন্ত্রী অরূপ রায় এবং মনোজ তিওয়ারি, এছাড়াও যুব সভাপতি কৈলাস মিশ্র ছিলেন। বিপুল সংখ্যক মানুষ এদিন মিছিলে যোগ দেন।

জেলাশাসকের কাছে মনোনয়ন পেশ করার পর বিদায়ী সাংসদ তথা এবারের প্রার্থী বলেন, গত দেড় মাস ধরে বহু মানুষের কাছে তিনি পৌঁছেছেন। এত ভালোবাসা পেয়েছেন যে, ভাষায় প্রকাশ করা যাবে না। সকলেই তৃণমূলকে সমর্থন করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো-তে এক লক্ষের বেশি মানুষ ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্প ঘরে ঘরে পৌঁছে গিয়েছে, তাতে মানুষ তৃণমূল ছাড়া অন্য কাউকে ভাবছেনই না। ৪ জুন ফলাফলে তা প্রমাণিত হয়ে যাবে। বিজেপির কাজ শুধু কুৎসা ছড়ানো। ১৭ কোটি টাকা এমপি ল্যাডে পেয়েছিলাম। সমস্ত টাকাই কাজে লেগে গিয়েছে। বিজেপির ১৮ জন সাংসদ; তাঁরা কী কাজ করেছেন, কেউ কখনও বলেছেন? প্রশ্ন তুলছেন তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen