উচ্চ মাধ্যমিক সমতুল্য ফাজিল পরীক্ষায় বাংলায় প্রথম ও দ্বিতীয় বসিরহাটের সহিদুল ও মোস্তাফিজুর

সহিদুল সাঁপুইয়ের বাবা সায়েদ আলি সাঁপুই পেশায় রিকশ চালক, ছেলের সাফল্যে তিনি খুশি।

May 4, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
বসিরহাটের সহিদুল ও মোস্তাফিজুর

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা বোর্ডের মাধ্যমিক সমতুল্য আলিম), উচ্চ মাধ্যমিক সমতুল্য ফাজিল ও হাই মাদ্রাসার ফলাফল প্রকাশিত হয়েছে। উচ্চ মাধ্যমিক সমতুল্য ফাজিল পরীক্ষায় রাজ্যে প্রথম ও দ্বিতীয় হয়েছেন বসিরহাট আমিনিয়া সিনিয়র মাদ্রাসার দুই ছাত্র।

বসিরহাট আমিনিয়া সিনিয়র মাদ্রাসার ছাত্র সহিদুল সাঁপুই রাজ্যে প্রথম হয়েছেন, তাঁর প্রাপ্ত নম্বর ৫৫৮ নম্বর বা ৯৩.২ শতাংশ। ওই মাদ্রাসার আরেক পড়ুয়া মোস্তাফিজুর রহমান রাজ্যে দ্বিতীয় হয়েছে, তাঁর প্রাপ্ত নম্বর ৫৫৭। দুই কৃতীর শিক্ষার পীঠস্থান, ওই মাদ্রাসার প্রধান শিক্ষক সহিদুল ইসলাম মোল্লা জানান, মাদ্রাসা থেকে একই সঙ্গে দু’জন ছাত্র সেরা হওয়াই তাঁরা খুব খুশি। মাদ্রাসা থেকে ১০০ শতাংশ ছাত্রছাত্রী ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

সহিদুল সাঁপুইয়ের বাবা সায়েদ আলি সাঁপুই পেশায় রিকশ চালক, ছেলের সাফল্যে তিনি খুশি। দ্বিতীয় স্থান অধিকারী মোস্তাফিজুর রহমানের বাবা, বাকিবিল্লা মোল্লা কৃষক। তিনি ছেলেকে উচ্চ শিক্ষিত করে তুলতে চান।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen