রাজ্য বিভাগে ফিরে যান

‘আমাদের লোক কেন বিজেপিকে ভোট দিলেন’, প্রশ্ন সিপিএম নেতা গৌতম দেবের

August 27, 2020 | 2 min read

ঘুরে দাঁড়ানোর ডাক দিলেন সিপিএম নেতা গৌতম দেব। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ার লাইভ-এ দীর্ঘ বক্তব্য পেশ করেন প্রবীণ সিপিএম নেতা।

কী বললেন গৌতম দেব?

*আমি অসুস্থ লোক, বাইরে যেতে পারি না। পার্টির রিপোর্ট অনুযায়ী, কোভিড-১৯ মহামারি প্রতিরোধে ভ্যাকসিন তৈরি করে কোটি কোটি মানুষকে টিকা দিয়ে মানুষকে বাঁচানো ছাড়া উপায় নেই। ভ্যাকসিন তৈরি যে পর্যায়ে রয়েছে, তাতে তাড়াহুড়ি না করে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করেই করতে হবে। আমাদের বিজ্ঞানীরা তা করবেন।

*অর্থনীতির উপর চাপ পড়েছে দীর্ঘ দিন ধরে। এই চাপ এমন পরিস্থিতিতে আর বইতে পারছেন না।

*আমেরিকা থেকে শুরু করে সব জায়গাতেই এর প্রভাব পড়েছে। এমন পরিস্থিতিতেও আমেরিকার প্রেসিডেন্ট কোথা থেকে মাল নেবেন না, সে সব কথা বলে যাচ্ছেন।

*এই অর্থনৈতিক সংকটের মধ্যেই লাখো লাখো মানুষ কোভিড-১৯ আক্রান্ত হচ্ছেন। সুস্থ হয়ে বাড়িও যাচ্ছেন অনেকে।

*এর মধ্যে আমাদের ধ্যানমগ্ন হয়ে মোদীর বাণী শুনতে হবে। মাঝে মাঝে দেখেন তিনি ব্যায়াম করেন। মোদী আবার ময়ূরকে খাওয়াচ্ছেন, ময়ূর পুষছেন, আদর করছেন।

*আমাদের বামফ্রন্ট সরকারের শেষের দিকে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য শিল্পায়নের আপ্রাণ চেষ্টা করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কী করে মুখ্যমন্ত্রী হতে পারেন। কী করে বেড়াচ্ছেন তিনি। তিনি বিরোধিতা করেছিলেন। এই রাজ্যপালটাই বা সারা দিন কী করে বেড়াচ্ছেন।

*এখন দেখছেন তৃণমূলের সঙ্গে বিজেপির মারামারি, তৃণমূলের একটা গোষ্ঠীর সঙ্গে অন্য গোষ্ঠীর মারামারি।

*এই পরিস্থিতিতে বামপন্থীদের দায়িত্ব বেশি। মানুষ বামপন্থীদের ভালোবাসা উজাড় করে। তা না হলে ৩৪ বছর ক্ষমতায় থাকা যায়।

*আমাদের লোক বিজেপিকে ভোট দিলেন কেন? প্রায় ৪৫ শতাংশ ভোট বিজেপি এবং বিজেপির সঙ্গে থাকা দলগুলোকে সারা ভারতবর্ষে ভোট পেয়েছে। এটা কম নয়। এগুলো দেখতে হবে।

*আমাদেরও ভুলত্রুটি হয়েছে। সেই কথা যদি স্বীকার না করি, মিথ্যে বলা হবে। সেই ভুলগুলো শুধরে নিতে হবে।

*সিপিএমকে সব জায়গায় বুথ কমিটি গড়তে হবে। মাস্টারমশাই থেকে সামান্য দোকানদারকেও সঙ্গে নিতে হবে। সারা বাংলায় লাল পতাকা ওড়াতে হবে।

*এখন মনে হচ্ছে যুক্তফ্রন্ট সরকার, বামফ্রন্ট সরকার কিছুই নেই। বামফ্রন্ট সরকার যা করেছে, তৃণমূলের সরকার তার ধারেকাছে পৌঁছাতে পারবে না।

*যদি বুকের পাটা থাকে, তা হলে বলে দেবেন, সিপিএমকেই ভোট দেব, সিপিএমকেই ফিরিয়ে নিয়ে আসব। সিপিএম ভালো।

*সংখ্যালঘুরা এখন বিপদে পড়ে গিয়েছেন। কোনো দেশে গণতন্ত্র রয়েছে কি না, সেটা প্রমাণ হয়, সে দেশের সংখ্যালঘুরা ভালো রয়েছেন কি না, নিরাপদে রয়েছেন কি না, সেটা দিয়েই। সংখ্যালঘুদের নাম ভোটার লিস্টে রয়েছে না কি তাঁদের ভোটারাধিকার রয়েছে, সে সব দিয়ে কিছুই হয় না।

*বুথ কমিটি থেকে শুরু করে রাজ্য কমিটি- সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে।

দেখুন ভিডিয়োয়…

https://www.facebook.com/155228011493326/videos/234587237818142/

TwitterFacebookWhatsAppEmailShare

#goutam deb, #Facebook

আরো দেখুন