রাজ্য বিভাগে ফিরে যান

ঢাকের তালে বাড়ছে প্রচারের জৌলুস, বঙ্গ ভোটে বাড়তি আয় লক্ষ্মী-ঢাকিদের

May 19, 2024 | < 1 min read

বঙ্গ ভোটে বাড়তি আয় লক্ষ্মী-ঢাকিদের, ফাইল চিত্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভোটের মরসুমে জোরকদমে চলছে প্রচার। এবারের লোকসভা ভোটে ওঁদের আনন্দ দুর্গাপুজোর আনন্দকেও যেন ছাপিয়ে গেছে। দমদম থেকে কলকাতা লক্ষ্মীলাভ হচ্ছে অসংখ্য মহিলা ঢাকিদের। আগে তাঁরা মূলত শারদোৎসবেই বায়না পেতেন, এখন প্রায় প্রতি জেলায় প্রায় সব রাজনৈতিক দলের প্রচারে ঢাকে কাঠি পড়ছে। অসহনীয় গরমের মধ্যেও হাসি ফুটেছে অসংখ্য মহিলা ঢাকির মুখে।

বিভিন্ন রাজনৈতিক দলের মিছিলের জৌলুস বাড়াতে অন্যতম প্রচার-সঙ্গী ঢাক। এ বছরের ভোট-উৎসবে বিভিন্ন দলের প্রচারে মহিলা ঢাকিদের ভিড় চোখে পড়ার মতো। লাল পাড় সাদা শাড়ি পড়ে ঢাকে তাল তুলছেন বাংলার লক্ষ্মীরা। তাঁদের আঁচলে ঢুকছে ১৬০০-২০০০ টাকা পর্যন্ত মজুরি। দিনে দু’বার প্রচারে ঢাক বাজাচ্ছেন রানা লোহার, রূপা সর্দাররা। তাঁদের কেউ মছলন্দপুর, সোদপুর, বড়বাজার, আবার কেউ কলকাতার ডোমপাড়ায় থাকেন।

সকাল সাড়ে পাঁচটা ঘুম থেকে উঠে রান্না শেষ করে ঢাক কাঁধে চলে গিয়েছিলেন ভোট প্রচারে। সকাল সকাল সোদপুরে দমদমে তৃণমূল প্রার্থী সৌগত রায়ের রোড শো’তে ঢাক ম্বাজানোর শেষে কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রচারে অংশ নেওয়া। এভাবেই ভোট প্রচারে ঢাকের সুর মিশিয়েছিলেন সবিতা দে, রমলা দাস, মণিকা মণ্ডলদের প্রায় ২০ জনের টিম। মনোনয়নপত্র পেশ করার দিন থেকে প্রচার মিছিল এমনকি গণনার দিন পর্যন্ত প্রায় দেড় মাস ধরে বিভিন্ন দলের কর্মসূচিতে ডাক পাচ্ছেন এই সমস্ত মহিলা ঢাকিরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #bangaon, #election campaign, #Dhaki, #Lok Sabha Election 2024

আরো দেখুন