রেমালের পর আসবে আসনা, তারপর কে?
২০০৪ সালে ভারত মহাসাগর অঞ্চলের জন্য ঘূর্ণিঝড়ের নামকরণে কমিটি করা হয়।

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: তান্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রেমাল, এরপর আসছে আসনা। পরবর্তীতে যেসব ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে, সেগুলোর নাম যথাক্রমে- আসনা (পাকিস্তান), ডানা (কাতার), ফেঙ্গাল (সৌদি আরব), শক্তি (শ্রীলঙ্কা), মন্থ (থাইল্যান্ড), সেনিয়ার (সংযুক্ত আরব আমিরাত) ও দিত্ত্ব (ইয়েমেন)।
নিম্নচাপের সময় বাতাসের প্রচণ্ড গতির ফলে সংঘটিত বায়ুমণ্ডলীয় উত্তাল অবস্থাকে ঘূর্ণিঝড় বলা হয়। বাতাসের গতি যখন একটি নির্দিষ্ট মাত্রায় পৌঁছায়, তখন ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়।
২০০৪ সালে ভারত মহাসাগর অঞ্চলের জন্য ঘূর্ণিঝড়ের নামকরণে কমিটি করা হয়। ৮টি দেশ নিয়ে কমিটি গঠন করা হয়েছিল। দেশগুলি হল বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড। ২০১৯ সালে ইরান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন নামকরণ কমিটিতে যুক্ত হয়।
ঘূর্ণিঝড় নামকরণে ১৩ দেশের সমন্বয় কমিটি, ঘূর্ণিঝড়ের নাম নির্ধারণ করে। রেমাল নামটি ওমান দিয়েছে। এর পরের ঘূর্ণিঝড়ের নাম হবে ‘আসনা’, নাম দিয়েছে পাকিস্তান।