রাজ্য বিভাগে ফিরে যান

১৬ই সেপ্টেম্বর ‘আলে আলে’ মানববন্ধন তৃণমূলের

August 28, 2020 | < 1 min read

আগামী ১৬ই সেপ্টেম্বর রাজ্যজুড়ে ‘আলে আলে’ মানববন্ধন করবে তৃণমূল। গ্রাম বাংলায় এই কর্মসূচি গ্রহণ করছে তৃণমূলের কৃষক শাখা। মমতা বন্দ্যোপাধ্যায়ও যোগ দিতে পারেন এই কর্মসূচিতে। কেন্দ্রীয় সরকারের কৃষক-বিরোধী নীতির প্রতিবাদে এই কর্মসূচি।

উল্লেখ্য, ২০১৬ সালে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের পর সেপ্টেম্বর মাসের ১৪ তারিখে সিঙ্গুরে জমির দলিল ফিরিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবারও সেই সেপ্টেম্বরেই কৃষক শাখার এই কর্মসূচি তাৎপর্যপূর্ণ।

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে ভার্চুয়াল মঞ্চ থেকে এই কর্মসূচি ঘোষণা করে মমতা বলেন, কেন্দ্রের ভ্রান্ত নীতির কারণে তমসাচ্ছন্ন গোটা দেশ। ওনার অভিযোগ, রাজ্যের পাওনা বাবদ জিএসটি কম্পেন্সেশন দিচ্ছে না কেন্দ্র। প্ল্যানিং কমিশন তুলে দেওয়া হয়েছে, নীতি আয়োগের কোনও নীতিই নেই।

মমতা আরও বলেন, তৃণমূল কাউকে ভয় পায় না। ভয় দেখিয়ে তৃণমূলের মুখ বন্ধ করা যাবে না।

https://www.facebook.com/AITCofficial/videos/917432955408836/
TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #TMCP Foundation Day

আরো দেখুন