রাজ্য বিভাগে ফিরে যান

আজ দেগঙ্গা ও কাকদ্বীপের দুই বুথে চলছে পুনর্নির্বাচন

June 3, 2024 | < 1 min read

ছবি সৌজন্যে: PTI

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ দেগঙ্গা ও কাকদ্বীপের দুই বুথে চলছে পুনর্নির্বাচন। বিজেপি দাবি তুলেছিল, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ৪২০টি বুথে পুনর্নির্বাচন হোক। মথুরাপুর লোকসভা কেন্দ্রে ১২টি বুথেও উঠেছিল পুনর্নির্বাচনের দাবি। বিজেপি প্রার্থী বসিরহাটের প্রায় একশো বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছিলেন। কমিশন জানিয়েছে, বিজেপির তরফে কোনও চিঠি আসেনি। কিন্তু বিজেপির পুনর্নির্বাচনের দাবিকে আমল দিল না নির্বাচন কমিশন। ডায়মন্ড হারবার কেন্দ্রের একটি আসনেও পুনর্নির্বাচনের নির্দেশ দেয়নি কমিশন। মথুরাপুরে ১২টি বুথে ফের নির্বাচন চেয়েছিল বিজেপি। মাত্র একটিতে সম্মতি দিয়েছে কমিশন। বারাসত লোকসভার দেগঙ্গার একটি বুথেও নির্বাচন হবে।

আজ, সোমবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ প্রক্রিয়া। ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববি ৪২০টি বুথে পুনর্নির্বাচন চেয়ে নির্বাচন কমিশনের কাছে চিঠি লিখেছিলেন। সেই দাবি নস্যাৎ করেছে কমিশন। অন্যদিকে, বারাসত লোকসভা কেন্দ্রের দেগঙ্গা বিধানসভার ৬১ নম্বর বুথে পুনর্নির্বাচন হচ্ছে। মথুরাপুর লোকসভা কেন্দ্রের কাকদ্বীপ বিধানসভার ২৬ নম্বর বুথে পুনরায় ভোট হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mathurapur, #Lok Sabha Election 2024, #repoll, #barasat

আরো দেখুন