বঙ্গ-বিজেপি’র সংগঠনকে একদম তলানিতে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোন মহাপুরুষের অবদান সব থেকে বেশি?” , প্রশ্ন অনুপমের

বেশ কিছুদিন ধরেই একের পর এক বিতর্কিত মন্তব্য করে সংবাদের শিরোনামে এসেছেন বিজেপি নেতা অনুপম হাজরা।

June 10, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
বিজেপি নেতা অনুপম হাজরা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বেশ কিছুদিন ধরেই একের পর এক বিতর্কিত মন্তব্য করে সংবাদের শিরোনামে এসেছেন বিজেপি নেতা অনুপম হাজরা। তাঁর জেরে দলের শীর্ষ নেতৃত্ব সঙ্গে দূরত্বও তৈরি হয়েছে তাঁর। হারিয়েছেন দলীয় পদ। সোশাল মিডিয়ায় একের পর এক পোস্টে বিজেপির শীর্ষ নেতাদের আক্রমণ করলেন অনুপম। লিখলেন, “কথায় আছে, সময় খুব শক্তিশালী। লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই চেষ্টা করেছিলাম চোরাবালির উপর দাঁড়িয়ে থাকা বঙ্গ বিজেপিকে আয়না দেখানোর। আপ্রাণ চেষ্টা করেছিলাম বিজেপির চিটিংবাজগুলোকে প্রাধান্য না দিয়ে আদি, কোণঠাসা, অবহেলিত, বঞ্চিতদের মাঠে নামিয়ে একসঙ্গে কাজ করার। কিন্তু বিজেপির চিটিংবাজগুলো এক হয়ে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দিল। অনেক হাসি ঠাট্টা তির্যক মন্তব্য সহ্য করতে হয়েছে। যাক, সময় অন্তত যথাস্থানে থাপ্পরটা কষিয়েছে।”

এবার ফের একবার বিস্ফোরক পোস্ট করে সামনে এলেন অনুপম হাজরা। তিনি পোস্ট করে বলেছেন, “আপনাদের কি মনে হয়…।বঙ্গ-বিজেপি’র সংগঠনকে একদম তলানিতে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোন মহাপুরুষের অবদান সব থেকে বেশি?” অবশ্য এর উত্তর জনসাধারণের জন্য ছেড়ে দিয়েছেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen