রাজ্য বিভাগে ফিরে যান

সেপ্টেম্বরে বাংলায় বসবে শপিং ফেস্টিভ্যালের আসর, অভিনব উদ্যোগ রাজ্যের

June 14, 2024 | < 1 min read

ছবি সৌজন্যেঃ LBB

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের বদলে এবার দুবাইয়ের মতো বাংলায় হতে চলেছে শপিং ফেস্টিভ্যাল। বৃহস্পতিবার নবান্নে শিল্প বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। চলতি বছরের ২০-২৬ সেপ্টেম্বর শপিং ফেস্টিভ্যাল। বিভিন্ন প্রথম সারির ব্র্যান্ড এতে অংশগ্রহণ করবে।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি এবং নির্বাচন কমিশনের চক্রান্তে সাত দফার ভোট প্রায় তিন মাস ধরে চলেছে। সব কিছুই স্তব্ধ হয়ে গিয়েছে। বিজিএসের মতো বড় মাপের শিল্প সম্মেলন করতে গেলে অনেক আগে প্রস্তুতি সেরে ফেলতে হয়। নির্বাচনের কারণে সময় বা সুযোগ হয়নি। তাই এ’বছর বিজিবিএসের বদলে শপিং ফেস্টিভ্যাল হবে। রাজ্যের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে শিল্পমহল।

শপিং ফেস্টিভ্যালে MSME সেক্টরে সমান গুরুত্ব পাবে। কলকাতার পাশাপাশি জেলাতেও শপিং ফেস্টিভ্যাল ছড়িয়ে দেওয়া হবে আগামীতে। যত বেশি সংখ্যক ক্ষুদ্র-মাঝারি শিল্প সংস্থা এতে যুক্ত হবে তত বেশি রাজ্যের প্রান্তিক মানুষের কাছে পৌঁছনো যাবে। স্বাভাবিকভাবে বাংলার অর্থনীতি সজীব হবে। উৎপাদন ব্যবস্থার সঙ্গে জড়িতে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবেন। সেপ্টেম্বরে বিশ্ববাণিজ্য মেলাপ্রাঙ্গনেই শপিং ফেস্টিভ্যাল হবে। যার প্রস্তুতিতে এখনই নেমে পড়ছে রাজ্য সরকার।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #Mamata Banerjee, #Shopping, #shopping festival, #chamber of commerce, #West Bengal

আরো দেখুন