বাংলায় বিধানসভা উপনির্বাচনে প্রচারে এসে নিজেদের মুখ আর পোড়াতে চাইছেন না BJP-র কেন্দ্রীয় নেতৃত্ব

বিজেপি’র রাজ্য নেতাদের স্পষ্টই বলে দেওয়া হয়েছে, কোনও পরিস্থিতিতেই এই মুহূর্তে উপ নির্বাচনের প্রচার করতে আর বাংলায় যাবেন না কেন্দ্রীয় নেতৃত্ব

June 19, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
রাজ্যের আসন্ন বিধানসভা উপ নির্বাচন সামলাতে হবে বিজেপির রাজ্য নেতৃত্বকেই

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপিকে ৪২টির মধ্যে ৩৫টি আসনে জেতার টার্গেট স্থির করে দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু বিজেপি আটকে গিয়েছে ১২টি আসনে। এতেই রাজ্য নেতৃত্বের উপর চরম ক্ষুব্ধ বিজেপির শীর্ষ নেতৃত্ব। আর সেইমতোই তারা সিদ্ধান্ত নিয়েছে, রাজ্যের আসন্ন বিধানসভা উপ নির্বাচন সামলাতে হবে বিজেপির রাজ্য নেতৃত্বকেই। অযথা ফের প্রচারে বাংলায় গিয়ে মুখ পোড়াবেন না কেন্দ্রীয় নেতারা।

আগামী মাসে রাজ্যের চারটি বিধানসভা আসনে উপ নির্বাচন রয়েছে। সেগুলি হল রানাঘাট দক্ষিণ, বাগদা, মানিকতলা এবং রায়গঞ্জ। বিজেপি’র রাজ্য নেতাদের স্পষ্টই বলে দেওয়া হয়েছে, কোনও পরিস্থিতিতেই এই মুহূর্তে উপ নির্বাচনের প্রচার করতে আর বাংলায় যাবেন না কেন্দ্রীয় নেতৃত্ব। তবে বিজেপির পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা সম্ভবত উপ নির্বাচনের প্রচার করবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen