কেন্দ্রীভূত স্নাতক ভর্তি পোর্টাল চালু হল রাজ্যে
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: একটি কেন্দ্রীভূত স্নাতক ভর্তি পোর্টাল চালু পশ্চিমবঙ্গ সরকার।
এই বিষয়ে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, “এটি ভারত এবং আমাদের রাজ্যের যে কোনও জায়গা থেকে স্নাতকোত্তর ছাত্রদের ভর্তির জন্য একটি কেন্দ্রীভূত পোর্টাল৷ এই প্রথমবার, একটি অনলাইন ভর্তি পোর্টাল খুব বেশি স্বচ্ছ এবং মসৃণ… যে কোনো শিক্ষার্থী যে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয় সে রাজ্যের ১৬টি বিশ্ববিদ্যালয় এবং ৪৬১টি কলেজে আবেদন করতে পারে এবং সে ২৫টি বিষয়ে আবেদন করতে পারে কিন্তু সে শুধুমাত্র একটি বিষয় নিতে পারে।
শিক্ষামন্ত্রী জানিয়েছেন, পুরো ভর্তি প্রক্রিয়া স্বচ্ছ, পরিষ্কার এবং ব্যবহারকারী-বান্ধব। এদিন ১৯ তারিখ থেকে শিক্ষার্থীদের পোর্টালটি দেখার জন্য পাঁচ দিন সময় দেওয়া হয়েছেএই ডেমো পোর্টালটি। ২৪ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত, পাঁচ দিন পর শিক্ষার্থীরা তাদের বিষয়ে এই পোর্টালে আবেদন করতে পারবে।