রাজ্য বিভাগে ফিরে যান

বিধানসভা হেল্পলেস নয়, রাজ্যপাল ছাড়াই চলতে পারে, জানালেন বিমান

July 9, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দুই বিধায়কের শপথগ্রহণ নিয়ে একমাস ধরে চলা জটিলতার সাক্ষী থেকেছে তামাম বাংলা। বিধায়কদের শপথ কোথায় হবে, কে শপথ বাক্য পাঠ করাবেন, তা নিয়ে রাজভবন ও বিধানসভার মধ্যে টানাপোড়েন অব্যাহত ছিল। শেষমেশ রাজ্যপাল যে নির্দেশ দিয়েছিলেন, তা ‘পুরোপুরিভাবে’ গ্রহণ না-করে বিধানসভা নিজস্ব নিয়ম অনুযায়ী শপথ গ্রহণ অনুষ্ঠানের ব্যবস্থা করে। তার পরেই দেখা গিয়েছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধে রিপোর্ট পাঠিয়েছেন রাজ্যপাল।

এই আবহে এবার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিমানবাবু। সোমবার ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিন। বিধানসভায় ওই সংক্রান্ত অনুষ্ঠানের পর বিমানবাবু বলেন, স্পিকারকে সরাতে পারেন একমাত্র বিধানসভার সদস্যরা, রাজ্যপাল নন। বিধানসভা হেল্পলেস নয়, রাজ্যপাল ছাড়াই চলতে পারে। বিধানসভা তার নিজের অধিকার বলে সিদ্ধান্ত নেবে। একইসঙ্গে রাজ্যপালের বিরুদ্ধে ইদানীং যে সমস্ত অভিযোগ উঠেছে, তা তুলে ধরেই বোসকে খোঁচা দিয়েছেন বিমানবাবু। তিনি বলেছেন, রাজ্যপালের সম্পর্কে অনেক কথাই তো বাইরে আলোচনা হচ্ছে। তাঁর বিরুদ্ধে কিছু অভিযোগ উঠেছে। তা নিয়ে পুলিস তদন্তও করছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal Legislative Assembly, #West Bengal, #Biman Banerjee

আরো দেখুন