রাজ্য বিভাগে ফিরে যান

লোকসভা ভোটে পরাজয়ের কারণ কী? বিশ্লেষণে CPI(M)-র কেন্দ্রীয় কমিটি

July 10, 2024 | < 1 min read

সিপিএম

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লোকসভা নির্বাচনে তৃণমূলের বিরাট জয়ের কারণ রাজ্যের জনমুখী প্রকল্পগুলির সাফল্য। লক্ষ্মীর ভাণ্ডারের কথা উঠে আসে প্রথমেই। ভোটের ফলাফল বিশ্লেষণ করে এ তথ্যই পেয়েছে সিপিএমের কেন্দ্রীয় কমিটি। রিপোর্টে উঠে এসেছে, সিপিএমের পার্টি ইউনিট এবং ক্যাডার এহেন প্রকল্পগুলিকে ঘুষ, ডোল ইত্যাদি বলে আক্রমণ করেছিল। যা বেশিরভাগ গরিব মানুষ ভালভাবে নেয়নি। উল্টে সিপিএম পার্টিকেই দূরে ঠেলে দিয়েছে আম জনতা। লোকসভা নির্বাচনে প্রচারে বিজেপির চেয়ে তৃণমূলকে বেশি আক্রমণ করা হয়েছে, এ বিষয়টিও ভাল চোখে দেখছে না কেন্দ্রীয় কমিটি। ক্যাডারদের শিক্ষিত করার জন্য উদ্যোগী হতে বলা হয়েছে বিশ্লেষণে।

দিল্লিতে ২৮ জুন থেকে তিনদিন সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠক বসেছিল। বাংলার নির্বাচনের ফলাফল নিয়েও বিশ্লেষণ করা হয়। রিপোর্টে দাবি করা হয়েছে, বেশ কিছু সিটে সিপিএমের ভোটবৃদ্ধির জন্য বিজেপি হেরেছে। রাজ্য সরকারের জনমুখী প্রকল্পগুলিকে সিপিএমের একাংশ ভিক্ষার দান, ঘুষ বলেও আক্রমণ করে। কেন্দ্রীয় কমিটির মতে, এ ধরনের প্রকল্পগুলি নিয়ে সঠিক দৃষ্টিভঙ্গি থাকা দরকার। ভোটে ১২-১৪ শতাংশ বুথে যে সিপিএমের পোলিং এজেন্ট ছিল না, সেকথাও স্বীকার করা হয়েছে রিপোর্টে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Cpim, #Cpm Central Committee, #Central committee, #Lok Sabha polls

আরো দেখুন