দলে ফিরতে হলে আবেদন করতে হবে শোভনকে?

যার মধ্যে বর্তমানে সবচেয়ে জোরালো জল্পনা হল কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের ‘ঘরওয়াপসি’।

July 16, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
দলে ফিরতে হলে আবেদন করতে হবে শোভনকে?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রতি বছরের মতো এবারও ধর্মতলায় শহিদ দিবসের আয়োজন করতে চলেছে তৃণমূল কংগ্রেস। সদ্য সমাপ্ত লোকসভা ভোটে বাংলার ২৯ আসনে জয়ের পর ২১ জুলাইকে সামনে রেখেই হতে চলেছে তৃণমূলের প্রথম বড় জনসভা। বেশ কয়েক বছর ধরে শহিদ দিবসের মঞ্চে কিছু না কিছু চমক রাখে ঘাসফুল শিবির। তাই বঙ্গ রাজনীতির অলিন্দে ইতিমধ্যে নানা জল্পনা শুরু হয়ে গিয়েছে। যার মধ্যে বর্তমানে সবচেয়ে জোরালো জল্পনা হল কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের ‘ঘরওয়াপসি’।

কিন্তু শোভনের যোগদান নিয়ে এবার জলঘোলা বাড়ালেন তৃণমূলেরই মুখপাত্র। তৃণমূলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার, একটি বেসরকারি সংবাদ চ্যানেলকে দেওয়া তাঁর বক্তব্যে রীতিমতন সংশয়ের সুর শোভনকে নিয়ে। জয়প্রকাশবাবুর পরিষ্কার বক্তব্য যে, তৃণমূলের একটি গঠনতন্ত্র এবং নিয়ম আছে। এই নিয়ম অনুযায়ী দুমদাম করে কেউ যোগদান করতে পারেন না। প্রথমে যিনি যোগদান করতে চান তাকে একটি আবেদন করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করতে চান এরকম বয়ানে একটি আবেদন পত্র লিখতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সি সেই আবেদনপত্র খতিয়ে দেখার পরেই যোগদানের বিষয় চূড়ান্ত হয়।

তবে কি শোভন চট্টোপাধ্যায়ের তরফে এখনও পর্যন্ত তেমন কোনও আবেদন এসেছে? জয়প্রকাশ স্পষ্ট বলেন , “এই বিষয়ে আমার অন্তত জানা নেই।” তাঁর মতে, ২১ জুলাইয়ের আগে এমন অনেক কথাই ভেসে আসে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen