BJP-র বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে আগামী সোমবার উত্তাল হতে পারে বিধানসভা?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লোকসভার ভোটে ভরাডুবি হতেই বাংলায় ভাগের চক্রান্ত করছে পদ্মশিবির! কোচবিহার, উত্তরবঙ্গ, মুর্শিদাবাদ-মালদহকে বাংলা থেকে আলাদা করে কেন্দ্রশাসিত অঞ্চলের অন্তর্ভুক্ত করার দাবি তুলেছে বিজেপি বিধায়করা। এনিয়ে সোমবার বিধানসভায় সরব হন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, বিজেপির বঙ্গভঙ্গে ষড়যন্ত্রের বিরুদ্ধে নিন্দাপ্রস্তাব আনতে চলেছে তৃণমূল পরিষদীয় দল। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আগামী সোমবার তা নিয়ে আলোচনা হবে।
সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের তোপ দেগে বলেন, এসব দাবি বিধানসভায় দাঁড়িয়ে বলুক ওরা। ভোটের সময় বিজেপি কেবল বাংলা ভাগের কথা বলে, শুধু আদিবাসী, গোর্খা, রাজবংশীদের আলাদা করে দেয়। যারা বলে আমরা কাজ করিনি, তারা নিজেরা কী করেছে, সেটা আগে দেখান। বাংলা ভাগ তো হবেই না। এর বিরুদ্ধে যাঁরা আলোচনা করছেন, তাঁরা বিধানসভায় দাঁড়িয়ে বলুন। ভোটাভুটি হোক। গণতান্ত্রিক সিদ্ধান্ত কোন দিকে যায়, দেখে নিন। তিনি আরও বলেন যে, এটা নিয়ে যারা বলছেন তারা সন্ত্রাসের দল, ভাগাভাগির দল।
আরও পড়ুন: বিজেপি’র বাংলা ভাগের চক্রান্তকে বিধানসভায় কড়া চ্যালেঞ্জ জানালেন মুখ্যমন্ত্রী
মঙ্গলে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ও বিজেপিকে একহাত নিয়ে বলেন যে, বিজেপির একাধিক নেতা বাংলা ভাগ করতে চান। আবার একাধিক নেতা বাংলা ভাগ চান না। যদি সত্যিই বাংলা ভাগের বিরোধিতা করেন, তাহলে বিজেপি বিধায়করা বিধানসভায় আসুন। প্রস্তাবের বিরোধিতা করে আলোচনায় আসুন। প্রসঙ্গত, আগামী ৫ আগস্ট পর্যন্ত চলবে রাজ্য বিধানসভার অধিবেশন। মনে করা হচ্ছে, আগামী সোমবার বিজেপির বাংলা ভাগের চক্রান্ত, আর বিপরীতে তৃণমূলের নিন্দা প্রস্তাব ইস্যুতে বিধানসভা উত্তাল হতে পারে।