← রাজ্য বিভাগে ফিরে যান
নবান্নে মমতা-বিড়লা বৈঠক! বিপুল অঙ্কের বিনিয়োগ আসছে বাংলায়
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মঙ্গলবার, নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন বিড়লা গোষ্ঠী চেয়ারম্যান কুমারমঙ্গলম বিড়লা। বাংলার বিভিন্ন ক্ষেত্রে প্রায় পাঁচ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে বিড়লা গোষ্ঠী। কলকাতায় বিশ্বমানের একটি শিক্ষা প্রতিষ্ঠা গড়তে চাইছে তাঁরা। এক্স হ্যান্ডেল পোস্ট করে নিজেই সেকথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
ফি বছর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করে রাজ্য। এবছর নির্বাচনের কারণে প্রস্তুতি না-হওয়ায় সম্মেলন হচ্ছে না। তবে ২০ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে ‘শোকেস ওয়েস্ট বেঙ্গল’ নামে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করছে রাজ্য। প্রদর্শনীতে হস্তশিল্প, টেক্সটাইল, খাবার-সহ রাজ্যের বিভিন্ন জিনিস তুলে ধরা হবে। ২০২৫ সালে ফ্রেরুয়ারিতে অনুষ্ঠিত হবে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন।