Paris Olympics 2024: রবিবার কোন কোন ইভেন্টে নামবেন ভারতের খেলোয়াড়রা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ রবিবার প্যারিস অলিম্পিক্সের নবম দিন।
একনজরে দেখে নিন কখন, কোন কোন ইভেন্টে নামবেন ভারতের খেলোয়াড়রা-
বেলা ১২টা ৩০ মিনিট: শুটিংয়ে ছেলেদের ২৫ মিটার ব়্যাপিড ফায়ার পিস্তলের যোগ্যতা অর্জন পর্বের স্টেজ-ওয়ানে নামবেন বিজয়বীর সিধু ও আনিশ ভানওয়ালা।
বেলা ১২টা ৩০ মিনিট: গলফের মেনস ইন্ডিভিজুয়াল স্ট্রোক প্লে-র চতুর্থ রাউন্ডে নামবেন শুভঙ্কর শর্মা ও গগনজিৎ ভুল্লার।
দুপুর ১টা: শুটিংয়ে মেয়েদের স্কিট ইভেন্টের দ্বিতীয় দিনের যোগ্যতা অর্জন পর্বে নামবেন মহেশ্বরী চৌহান ও রাইজা ধিলোঁ।
দুপুর ১টা ৩০ মিনিট: ছেলেদের হকির কোয়ার্টার ফাইনালে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে লড়াই ভারতের।
দুপুর ১টা ৩৫ মিনিট: অ্যাথলেটিক্সে মেয়েদের ৩০০০ মিটার স্টিপলচেজের প্রথম রাউন্ডে নামবেন পারুল চৌধুরী।
দুপুর ৩টে ২০ মিনিট থেকে: ব্যাডমিন্টনের মেনস সিঙ্গলসের সেমিফাইনালে নামবেন লক্ষ্য সেন।
দুপুর ২টো ৩০ মিনিট: অ্যাথলেটিক্সে ছেলেদের লং জাম্পের যোগ্যতা অর্জন পর্বে নামবেন জেসউইন অলড্রিন।
দুপুর ৩টে ২ মিনিট: বক্সিংয়ে মেয়েদের ৭৫ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে নামবেন লভলিনা বরগোঁহাই।
দুপুর ৩টে ৩৫ মিনিট: সেইলিংয়ে ছেলেদের ডিঙ্গি রেস ৭ ও ৮-এ নামবেন বিষ্ণু সর্বানন।
বিকাল ৪টে ৩০ মিনিট: শুটিংয়ে ছেলেদের ২৫ মিটার ব়্যাপিড ফায়ার পিস্তলের যোগ্যতা অর্জন পর্বের স্টেজ-টুয়ে নামবেন বিজয়বীর সিধু ও আনিশ ভানওয়ালা।
সন্ধ্যা ৬টা ৫ মিনিট: সেইলিংয়ে মেয়েদের ডিঙ্গি রেস ৭ ও ৮-এ নামবেন নেত্র কুমানন।
সন্ধ্যা ৬টা: শুটিংয়ে মেয়েদের স্কিট ইভেন্টের ফাইনাল (ভারতীয়রা যোগ্যতা অর্জন করলে)।