রাজ্য বিভাগে ফিরে যান

GST জালিয়াতি রুখতে কী পদক্ষেপ রাজ্যের?

August 5, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ, সোমবার থেকে রাজ্যজুড়ে জিএসটির আধার যাচাইকরণ শুরু হচ্ছে। শিল্প সংস্থা বা ব্যবসায়ীরা যাঁরা জিএসটির জন্য আবেদন করবেন, তাঁদের জন্য এই নিয়ম চালু হচ্ছে। যে সংস্থাগুলির জিএসটি রেজিস্ট্রেশন রয়েছে, তাঁদের জন্য এ’নিয়ম প্রযোজ্য নয়। দেশজুড়ে জিএসটি প্রতারণা লাগামহীনভাবে বাড়ছে। ভুয়ো সংস্থা খুলে জিএসটিতে ইনপুট ট্যাক্স ক্রেডিট নেওয়ার প্রবণতা বাড়ছে। বাংলাতেও জিএসটি জালিয়াতি চলছে। তা রুখতে জিএসটির আধার যাচাইয়ের কাজ শুরু হচ্ছে। রা‌জ্য কমার্শিয়াল ট্যাক্সেসের কমিশনার দেবীপ্রসাদ কারনাম জানিয়েছেন, যাচাইকরণের কাজের জন্য রাজ্যে ৩২টি জিএসটি ফেসিলিটি সেন্টার বা সুবিধাকেন্দ্র চালু করা হয়েছে।

বেশ কিছু নথি জিএসটি সংক্রান্ত পোর্টালে জমা করা বাধ্যতামূলক করা হচ্ছে। নথিগুলি খতিয়ে দেখবে অর্থদপ্তর। ওই সংস্থা বা ব্যক্তিকে আধার যাচাইকরণের জন্য জিএসটি সুবিধাকেন্দ্রগুলিতে ডাকা হবে। সংশ্লিষ্ট আবেদনকারীর কাছে এ সংক্রান্ত একটি লিঙ্ক যাবে। লিঙ্ক থেকে সুবিধাকেন্দ্রে যাওয়ার সময় বেছে নিতে পারবেন সংশ্লিষ্ট আবেদনকারী। আবেদনে যাঁর স্বাক্ষর থাকবে, তাঁকেই সুবিধাকেন্দ্রে আসতে হবে। সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেসের তথ্য বলছে, আধার যাচাইকারণের জন্য ১৫ দিন সময় পাবেন আবেদনকারী। আবেদনকারীকে সুবিধাকেন্দ্রে আসার সময় আধার, প্যান, অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত ই-মেলের কপি ও আবেদনের সময় আপলোড করা নথিগুলি সঙ্গে আনতে হবে।

ভুয়ো জিএসটি রেজিস্ট্রেশন ধরতে গত বছরের মে মাস থেকে বিশেষ উদ্যোগ নিয়েছিল সরকার। ডিসেম্বর অবধি দেশজুড়ে ২৯,২৭৩টি ভুয়ো সংস্থার হদিশ মিলে। সংস্থাগুলি ৪৪ হাজার কোটি টাকারও বেশি জিএসটি প্রতারণা করেছিল। স্টেট জিএসটিতেই ১৫,২৪০ কোটি টাকার প্রতারণা হয়। বিপুল আর্থিক ক্ষতি এড়াতে কেন্দ্র সরকার আধার যাচাইকরণের পথে এগচ্ছে, বাংলাতেও সে’উদ্যোগ শুরু হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bengal govt, #gst fraud, #West Bengal, #GST

আরো দেখুন