নীরজ-মনুর সম্পর্ক নিয়ে জল্পনা সোশ্যাল মিডিয়ায়

কেউ বলছেন নীরজ এবং মানু প্রেম করছেন। আবার কারোর মতে, নীরজ এবং মানু বিয়ে করলে তাঁদের ভাল মানাবে।

August 13, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স নীরজ চোপড়া, মানু ভাকেরের। গোটা দেশের স্পটলাইট এসেছে এঁদের ওপরেই। টুকরো টুকরো ২টি ভিডিয়ো, তাতেই দুইয়ে দুইয়ে চার করে নিতে শুরু করেছেন নেটিজেনরা। কেউ বলছেন নীরজ এবং মানু প্রেম করছেন। আবার কারও মতে, নীরজ এবং মানু বিয়ে করলে তাঁদের ভাল মানাবে।

প্যারিস অলিম্পিক্স চলাকালীন মনু ভাকের ও নীরজ চোপড়ার আলাপচারিতা একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। দুই তারকার শরীরি ভাষাই এক্ষেত্রে উৎসাহী করে তোলে নেটিজেনদের। অনেকেই মন্তব্য করেন যে, মনু ঠিক যেন ক্রাশের সঙ্গে একান্তে কথা বলছেন।

তবে মনু ভাকেরের মায়ের কাণ্ড দেখে জল্পনা আরও জোরদার হয়। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো দাবানলের মতো ছড়িয়ে পড়ে। ভিডিয়োয় মনুর মাকে নীরজের সঙ্গে একান্তে কথা বলতে দেখা যায়। কথোপকথন চলাকালীন সারাক্ষণ নীরজের একটি হাত ধরে ছিলেন তিনি। এমনকি একবার মাথার দিব্বি দেওয়ার ছলে নীরজের ডানহাত নিজের মাথায় তুলে নেন মনুর মা।

মনুর মায়ের এমন কাণ্ড দেখে সোশ্যাল মিডিয়ায় একজন মন্তব্য করেন যে, মেয়ের জন্য জামাই খুঁজতে ব্যস্ত তিনি। অন্য একজন মন্তব্য করেন যে, ‘পাকা দেখা হয়ে গেল তাহলে’। সোশ্যাল মিডিয়ায় একজন লেখেন, ‘কাকিমা, একদম ছাড়বেন না।’ আরও একজনের প্রতিক্রিয়া, ‘মনুর মা আলাদা মিশনে রয়েছেন।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen