কণা দূষণের পরিমাণ কমায় ভারতীয়দের গড় আয়ু ৫১ দিন বেড়েছে, বলছে সমীক্ষা

বর্তমান দূষণের এই মাত্রা অব্যাহত থাকলে এই অঞ্চলের গড় বাসিন্দাদের আয়ু প্রায় পাঁচ বছর চার মাস কমতে পারে।

August 30, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শিকাগো বিশ্ববিদ্যালয়ের ‘এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স- ২০২৪’ শীর্ষক সাম্প্রতিক রিপোর্টে জানানো হয়েছে, ২০২১ সালের তুলনায় ২০২২ সালে ভারতে কণা দূষণের হার ১৯.৩ শতাংশ হ্রাস পেয়েছে। কণা দূষণের এই হার হ্রাসের ক্ষেত্রে বিশ্বে ভারতের স্থান দু’নম্বরে— বাংলাদেশের পরেই। এই কণা দূষণের পরিমাণ কমায় ভারতীয়দের আয়ু ৫১ দিন বেড়েছে।

সংশ্লিষ্ট রিপোর্টটি তৈরি করেছে শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউট (এপিক)। পাশাপাশি এই রিপোর্টে এও বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র নির্ধারিত মাপাকঠির মান পূরণে ব্যর্থ হলে ভারতীয়দের আয়ু তিন বছর ছ’ মাস কমার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে, হু’র বার্ষিক মানদণ্ডটি হল, ‘পিএম ২.৫’এর ঘনত্ব প্রতি ঘনমিটারে পাঁচ মাইক্রোগ্রাম।

গবেষকরা জানিয়েছেন, ভারত ও অন্যান্য দক্ষিণ এশীয় দেশগুলিতে কণার মাত্রা হ্রাসের ক্ষেত্রে প্রাথমিক কারণ— আবহাওয়ার অনুকূল পরিস্থিতি এবং বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে তাপমাত্রার হেরফের কম হওয়া। রিপোর্ট অনুযায়ী, ২০২২ সালে ভারতে ‘পিএম ২.৫’এর ঘনত্ব ছিল প্রতি ঘন মিটারে প্রায় ৯ মাইক্রোগ্রাম। যা ২০২১ সালের পরিসংখ্যানের থেকে ১৯.৩ শতাংশ কম। কণা দূষণ কমার বিষয়টি উল্লেখযোগ্যভাবে পরিলক্ষিত হয়েছে, পশ্চিমবঙ্গের পুরুলিয়া ও বাঁকুড়ায়। এরপরই রয়েছে ধানবাদ, পূর্বি, পশ্চিম সিংভূম, পশ্চিম মেদিনীপুর এবং বোকারো। এসব জেলায় ‘পিএম ২.৫’এর ঘনত্ব প্রতি ঘন মিটারে ২০ মাইক্রোগ্রামের বেশি। রিপোর্টে দাবি করা হয়েছে, ভারতের উত্তরের সমভূমি এলাকা দেশের মধ্যে সবচেয়ে দূষিত অঞ্চল। এই অঞ্চলে ২০২১ সালের তুলনায় ২০২২এ কণা দূষণের হার হ্রাস পেয়েছে ১৭.২ শতাংশ। বর্তমান দূষণের এই মাত্রা অব্যাহত থাকলে এই অঞ্চলের গড় বাসিন্দাদের আয়ু প্রায় পাঁচ বছর চার মাস কমতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen