পুজোর আগে পর্যটনে পাখির চোখ, সেজে উঠবে পুরুলিয়া
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পুজোর আগেই পুরুলিয়ার পর্যটনশিল্পকে ঢেলে সাজানোর উদ্যোগ নিচ্ছে প্রশাসন। সেই লক্ষ্যে বৃহস্পতিবার জেলা শাসকের দপ্তরে জেলা পরিষদের সভাধিপতি, পর্যটন বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা শাসক রাজেশ রাঠোর, পুরুলিয়া ও ঝালদার মহকুমা শাসক সহ প্রশাসনের অন্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা বৈঠকে বসেছিলেন। পুরুলিয়া ডিস্ট্রিক্ট হোটেল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরাও হাজির ছিলেন সেখানে।
প্লাস্টিকের কারণে পুরুলিয়ার নানা পর্যটনকেন্দ্রের সৌন্দর্য নষ্ট হচ্ছে। প্লাস্টিক দূষণ রুখতে কী পদক্ষেপ করা উচিত, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়। পর্যটনকেন্দ্রে ঢোকার মুখে নাকা তল্লাশি করা হবে বলে ঠিক করা হয়েছে। এছাড়াও বিভিন্ন হোটেলের তরফেও প্রচার করা হবে।
আরও পড়ুন: পুরুলিয়ার গড় পঞ্চকোটের পঞ্চরত্ন মন্দির এখন ইতিহাসের নীরব সাক্ষ্য
অযোধ্যার বামনি ফলস, মার্বেল লেকে সারা বছর পর্যটকের আনাগোনা রয়েছে। অথচ সেখানে কোনও শৌচাগার নেই। বনদপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এ বিষয়ে। অযোধ্যা পাহাড়ের বিভিন্ন প্রবেশপথ আরও আকর্ষণীয় করে তুলতে ‘ওয়েলকাম টু অযোধ্যা’ বোর্ড লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘোড়ার জন্য গাড়ি সংক্রান্ত কোনও বিষয়ে পর্যটকদের যাতে হেনস্তার মুখে পড়তে না-হয়, সেই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে।