রাজ্য বিভাগে ফিরে যান

‘বারান্দায় রোদ্দুর’, হাওড়া মহিলা থানার উদ্যোগে শহরের পথশিশুদের হাতে উঠেছে বই-খাতা

September 14, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: হাতে উঠল বই-খাতা-পেন। অক্ষরজ্ঞান রোদ্দুরের মতো আসল ওদের জীবনে। হাওড়া মহিলা থানায় শহরের পথ শিশুদের নিয়ে শুরু হয়েছে বিশেষ পাঠশালা। তার নাম ‘বারান্দায় রোদ্দুর’। সেখানে পুঁথিগত শিক্ষার পাশাপাশি শিশুরা আচার-আচরণের নীতিশিক্ষাও পাচ্ছে। বিকেল চারটে বাজলে মহিলা থানার বারান্দা ভিড়ে গমগম করে। শনি-রবি বাদে সপ্তাহের পাঁচ দিন আড়াই ঘণ্টা ধরে চলে ক্লাস। ইউনিফর্ম পরে, স্কুল ব্যাগ, বই, খাতা, পেন্সিল নিয়ে পড়তে আসে পথশিশুদের দল। আশপাশের বিভিন্ন এলাকাতেই থাকে তারা।

আরও পড়ুন: পুজোর আগে তুঙ্গে মগরমুখ, মোটা মানতাসা ডিজাইনের শাঁখার

মার্চে মহিলা থানায় এই পাঠশালার উদ্বোধন করেছিলেন পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী। কুড়ি জন শিশুকে নিয়ে শুরু হয়েছিল ‘বারান্দায় রোদ্দুর’। বর্তমানে পড়ুয়ার সংখ্যা বেড়ে ৫২। প্রত্যেকেই ভবঘুরে পরিবারের সন্তান, প্রথম প্রজন্মের শিক্ষার্থী। তাদের বাবা-মাকে বুঝিয়ে শিশুদের পাঠশালামুখী করেছে পুলিশ। অভাবের সংসার থেকে এনে পাঠশালায় নিয়ে আসতে বিস্তর কাঠখড় পোড়াতে হয়েছে পুলিশকে। পড়াশোনা, আঁকা থেকে টেবিল ম্যানার্স সব কিছুই শেখাচ্ছেন প্রীতিশা, সোমা, অতি সুন্দর অনুরাধা ও নিশা দিদিমণিরা। তাঁরা মহিলা থানায় কর্মরত। পুরো তত্ত্বাবধানে মহিলা থানার আইসি নন্দিতা ঘোষ কুণ্ডু। নাচ, গান, আঁকা প্রতিযোগিতা, শিক্ষামূলক ভ্রমণেরও ব্যবস্থা রয়েছে। বাচ্চাগুলির কাউন্সেলিংও করেন মনোবিদ। হাওড়া হাসপাতালের চিকিৎসক ও জেলা আদালতের আইনজীবীদের একাংশ এগিয়ে এসেছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#street children, #notebooks, #howrah, #books, #Women's Police Station

আরো দেখুন