থিম বৈচিত্র্যে জমজমাট এবারও বেলেঘাটার পুজো
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ৬৩ তম বর্ষে কাঁকুরগাছি চলন্তিকা ক্লাবের এবারের ভাবনা ‘উপেন’। ভাবনায় শিল্পী রত্নদীপ প্রামাণিক। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘দুই বিঘা জমি’র উপেনের জীবন সংগ্রাম আজও প্রাসঙ্গিক। বিশ্বকবির সৃষ্টিকে শ্রদ্ধা জানাতেই এই প্রয়াস।
কোহিনুর হীরের দীর্ঘ যাত্রাপথকে তুলে ধরছে বেলেঘাটা ৩৩ পল্লি। ২৪ তম বর্ষে তাদের ভাবনা ‘কোহিনুর- অতীতের দিকে যাত্রা’। ভাবনায় সম্রাট ভট্টাচার্য। আজও টাওয়ার অব লন্ডনের শোভা বর্ধন করে চলেছে এই ‘অভিশপ্ত’ হীরে। রং তুলি, পুট্টি, কাঠ, লোহা সহ বিভিন্ন সামগ্রী দিয়ে সেই ইতিহাসকে আরও একবার জীবন্ত করে তুলেছেন শিল্পী।
৩৩ পল্লির পেরিয়ে কিছুটা গেলে একটি সরু গলি। দু’পাশে পুরনো দিনের দোকান আর বাড়ি। সেগুলি ইট-পাথরের নয়। বরং কাঠ, টিনের শিট ইত্যাদি দিয়ে নির্মিত। শেষপ্রান্তে সাবেকি দুর্গাদালান। সবকিছুর মধ্যে উত্তর কলকাতার রোয়াকের আড্ডার আমেজ স্পষ্ট। সেই হারিয়ে যাওয়া কালচারকে তুলে ধরেছে বেলেঘাটা শুঁড়া স্পোর্টিং ক্লাব।