দেশ বিভাগে ফিরে যান

সংসদীয় স্থায়ী কমিটিতে অভিষেক, দেব

September 28, 2024 | < 1 min read

সংসদীয় স্থায়ী কমিটিতে অভিষেক, দেব

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এই মুহূর্তে সাংসদ সংখ্যায় তৃণমূল কংগ্রেস দেশের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল হলেও গত লোকসভা নির্বাচনের শেষ পর্বে এসে দেখা গিয়েছিল যে, কোনও সংসদীয় স্থায়ী কমিটিতেই তৃণমূল কংগ্রেসের কোনও সাংসদ চেয়ারম্যান ছিলেন না। যা নিয়ে গত কয়েকদিন ধরে রাজনৈতিক মহলে চলছিল আলোচনা।

এবার সেই সংসদের গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটিতে জায়গা পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের তিনবারের সাংসদকে এবার রাখা হল পর‌‌ রাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটিতে। লোকসভার গত অধিবেশনে অভিষেকের ভাষণ নজর কেড়েছিল গোটা দেশের। তার পরই গুরুত্বপূর্ণ কমিটিতে তাঁর উত্তরণ বেশ তাৎপর্যপূর্ণ।

বৃহস্পতিবার মন্ত্রক ভিত্তিক সংসদীয় স্থায়ী কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে অর্থ বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান পদ গিয়েছে বিজেপির লোকসভার সাংসদ ভর্তৃহরি মহতাবের কাছে। স্বরাষ্ট্র এবং প্রতিরক্ষা বিষয়ক কমিটির চেয়ারম্যানের পদ বিজেপি নিজেদের দখলে রেখেছে। রাধামোহন দাস আগরওয়াল এবং রাধা মোহন সিং যথাক্রমে স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ক কমিটির চেয়ারম্যান হয়েছেন। তবে পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যানের পদ পেয়েছেন কংগ্রেসের লোকসভার সাংসদ শশী থারুর। ওই কমিটিতেই রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, এবার লোকসভায় দুটি স্থায়ী কমিটির চেয়ারম্যান পদ পেয়েছে তৃণমূল। ওই দুই পদে দলের তরফে বেছে নেওয়া হয়েছে দোলা সেন এবং কীর্তি আজাদকে। এই কমিটির চেয়ারম্যানদের বেশ কিছু বাড়তি দায়িত্ব নিতে হয়। অভিষেক-সহ আরও বেশ কয়েকজন তৃণমূল সাংসদ একাধিক গুরুত্বপূর্ণ কমিটিতে রয়েছেন। ডেরেক ও’ব্রায়েন রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রকের স্থায়ী কমিটিতে। আবার দেব রয়েছেন প্রতিরক্ষা বিষয়ক স্থায়ী কমিটিতে। ওই কমিটিতেই রয়েছেন রাহুল গান্ধী। শিক্ষা বিষয়ক কমিটির চেয়ারম্যানের পথ পেয়েছেন কংগ্রেসের রাজ্যসভার সংসদ দিগ্বিজয় সিংহ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Dev, #Deepak Adhikari, #Abhishek Bannerjee

আরো দেখুন