পুজো স্পেশাল বিভাগে ফিরে যান

পুরুলিয়ার মানবাজারের পাথরমহড়ার রাজবাড়িতে ১৭ দিন ধরে চলে পুজো

October 3, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২৫০ বছরের বেশি সময় ধরে পুরুলিয়ার মানবাজারের পাথরমহড়ার রাজবাড়িতে পুজো হচ্ছে। ১৭ দিন ধরে পুজো হয়। জিতাষ্টমীর পর নবমী থেকে শুরু হয়ে যায় পুজো। স্থানীয় একটি পুকুর থেকে পুজোর ঘট নিয়ে আসা হয় মন্দিরে, জ্বালানো হয় প্রদীপ। প্রদীপ ১৭ দিন জ্বলে। রাজবাড়িতে কোনও দুর্গা প্রতিমা আনা হয় না। নব পত্রিকার পুজোর রীতি রয়েছে।

মানবাজারের প্রাচীন মন্দিরে এবং মণ্ডপে বেশ কয়েকটি দুর্গাপুজো হয়। সব পুজো রাজবাড়ির পুজোকে অনুসরণ করে করা হয়। মহাঅষ্টমীর দিন সন্ধিপুজোয় বলির প্রথা রয়েছে। বলির পরই তোপ দাগার রীতি দীর্ঘদিন ধরে হয়ে চলেছে। আগে রাজবাড়ির তোপের আওয়াজ শুনেই এলাকার অন্যান্য মন্দিরে বলি হত। সকলে কান পেতে থাকত রাজবাড়ির তোপের শব্দ শোনার জন্য। আওয়াজ পেলেই অন্যান্য পুজোয় বলিদান শুরু হত। আজও রাজবাড়ির পুজোকে অনুসরণ করেই হয় অন্যান্য পুজো। তোপের আওয়াজ পাওয়ার পরই সন্ধিপুজোয় বলি দেওয়া হয় অন্যান্য মন্দিরে।

নবপত্রিকায় পুজো হয় এখানে। জিতাষ্টমীর পরে নবমীতে শুরু হয় যায় পুজো। বিজয়া দশমী পর্যন্ত ১৭ দিন ধরে মায়ের পুজো চলে। জ্বালানো হয় ঘৃত প্রদীপ। সন্ধিপুজোয় তোপ দাগা হয়। আজও সেই তোপের শব্দ শুনে অন্যান্য মন্দিরে বলিদান হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

#durga Pujo, #Purulia, #durga puja, #Manbazar, #Pathormohora

আরো দেখুন