মহালয়ার সন্ধ্যায় শ্রীভূমি স্পোর্টিংয়ে যেন মহাষ্টমীর ভিড়, দেখুন ভিডিও

সন্ধ্যা থেকেই শ্রীভূমির প্রতিমা দর্শন করতে আসতে থাকেন অনেক মানুষ।

October 3, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: মহালয়ার সন্ধ্যায় লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে মানুষের ঢল নামল। ভিড়ের ছবি দেখে মনে হচ্ছিল যেন অষ্টমীর সন্ধ্যা। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মণ্ডপের এবারের থিম হল তিরুপতি বালাজি মন্দির। প্রতিবারের মতোই এবারও মানুষ ভিড় করতে শুরু করেছে মণ্ডপে। তিরুপতি বালাজি মন্দিরে সোনার চল রয়েছে। শ্রীভূমিতেও প্রতি বছর মা দুর্গাকে কয়েক কেজি সোনার অলংকারে সাজিয়ে তোলা হয়। সেজে উঠেছেন দেবী।

গত কয়েক বছর ধরে শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজো মণ্ডপ নিয়ে আলাদাই উন্মাদনা রয়েছে মানুষের মধ্যে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রথম শ্রীভূমির পুজোই উদ্বোধন করেন। মঙ্গলবার তিনি শ্রীভূমির উদ্বোধন করে দেন। দেবীপক্ষের প্রথমেই জনসাধারণের জন্য মণ্ডপ খুলে দেওয়া হয়েছে।

সন্ধ্যা থেকেই শ্রীভূমির প্রতিমা দর্শন করতে আসতে থাকেন অনেক মানুষ। মণ্ডপে ঢোকার রাস্তায় মানুষের ভিড়, রীতিমতো ঠেলাঠেলি অবস্থা শ্রীভূমির মণ্ডপের সামনে। অনেক বয়স্ক মানুষ এবং খুদেদেরও দেখা গিয়েছে। মণ্ডপের ঢোকার আগে থেকেই অনেকে মোবাইল বের করে ছবি বা ভিডিও করতে থাকেন। গভীর রাত অবধি ছিল ভিড়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen