রাজনৈতিক দল হিসেবে পথ চলা শুরু প্রশান্ত কিশোরের জন সুরাজের

আগামী বছর বিহারের বিধানসভা নির্বাচনে ২৪৩টি আসনেই লড়াইয়ের কথা জানিয়েছেন পিকে। এদিন পাটনার ভেটেরিনারি কলেজ মাঠে জনসভার আয়োজন করেছিল জন সুরজ

October 3, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
প্রশান্ত কিশোর। —ফাইল চিত্র।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বুধবার গান্ধী জয়ন্তীতে নতুন দল গঠনের কথা ঘোষণা করলেন পিকে। নাম জন সুরাজ। এখন দেশের সবচেয়ে জনপ্রিয় ভোটকুশলী থেকে রাজনৈতিক দলের নেতা। সক্রিয় রাজনীতিতে হাতেখড়ি হয়ে গেল প্রশান্ত কিশোরের।

আগামী বছর বিহারের বিধানসভা নির্বাচনে ২৪৩টি আসনেই লড়াইয়ের কথা জানিয়েছেন পিকে। এদিন পাটনার ভেটেরিনারি কলেজ মাঠে জনসভার আয়োজন করেছিল জন সুরজ। সেখানে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবেন্দ্র প্রসাদ যাদব, প্রাক্তন কূটনীতিবিদ তথা রাজনীতিবিদ পবন ভার্মা ও প্রাক্তন সাংসদ মোনাজির হাসান উপস্থিত ছিলেন।

জন সুরাজ গঠনের কাজটা পিকে শুরু করেছিলেন বছর দুই আগে। বিহারজুড়ে তিনি শুরু করেন ‘জন সুরাজ’ যাত্রা। বিহারের গ্রামে গ্রামে গিয়ে ছোট ছোট সভা, মিছিল করেন তিনি। দুবছরের চেষ্টায় জন সুরাজকে কার্যত মহীরুহে পরিণত করেছেন তিনি। পিকের দাবি, বিহারের প্রতিটি প্রান্তে তাঁর দলের সংগঠন তৈরি হয়েছে। বিহারে মূলত, দলিত, মুসলিম, মহিলার সঙ্গে সঙ্গে উচ্চবর্ণের ভোটারদের টার্গেট করছেন প্রশান্ত কিশোর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen