রাজ্য বিভাগে ফিরে যান

এবার বাজির বাজারেও মূল্যবৃদ্ধির আঁচ পড়েছে, বাড়ছে দাম

October 23, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবছর বঙ্গে প্রস্তুত হওয়া এবং শিবকাশিতে তৈরি হওয়া বাজির দাম বাড়তে চলেছে। ২৭ অক্টোবর থেকে ময়দানে বসতে চলেছে বাজি বাজার। সেখানে প্রায় ৪০টি দোকান বসবে। সবকটি দোকান বিক্রি করবে সবুজ বাজি। আর সব জায়গাতেই অন্যান্য বছরের তুলনায় ১০ থেকে ১৫ শতাংশ বেশি দামে কিনতে হবে বাজি। বড়বাজার ফায়ারওয়ার্কস ডিলার্স অ্যাসোশিয়েসনের পক্ষ থেকে ধ্রুব নারুলা বললেন, ‘কাঁচামালের দাম আগের তুলনায় বেড়েছে। তাছাড়া বেশ কয়েকদিন আবহাওয়াও খারাপ ছিল। আবার এই বছর ভোটও হয়েছে। এইসব কারণে মার খেয়েছে বাজি উৎপাদন। ফলে বাজির দাম খানিকটা বেশি হয়েছে এবার।’

দীপাবলি আসতে আর দিন দশেক বাকি। ময়দানে বাজি বাজার বসার অনুমতি দেওয়া হয়েছে ২৫ তারিখ থেকে। ব্যবসায়ীরা বলছেন, শুরু হতে হতে ২৭ তারিখ হয়ে যাবে। এর মাঝে আবহাওয়া দপ্তর সূত্রে আশঙ্কার খবর, ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে শহর কলকাতায়। ফলে কালীপুজোর আগেই শহরে ঝড়-বৃষ্টি শুরু হওয়ার শঙ্কা। তা হলে বাজির ব্যবসায় তার আঁচ পড়বে। চিন্তার সেই ভাঁজ ব্যবসায়ীদের কপালে ইতিমধ্যেই পড়তে শুরু করেছে। যদি সত্যিই ভারী বৃষ্টি হয় তাহলে বাজি বিক্রি ক্ষতিগ্রস্ত হবে। রবিবারই কল্যাণীর বাজি ব্যবসায়ীরা এবছর বাজার খারাপ হবে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন। কাঁচামালের দাম বেড়েছে বলে বাজি উৎপাদন কম করা হচ্ছে বলেও জানিয়েছিলেন। এবার খোদ কলকাতাও বাজির বাজার নিয়ে শঙ্কা জানাল।

TwitterFacebookWhatsAppEmailShare

#price rise, #baji bazar

আরো দেখুন