গুজব ছড়িয়ে বাংলাকে উত্তপ্ত করার চক্রান্ত?বিস্ফোরক অভিযোগ মুখ্যসচিবের

শনিবার ছট পুজো নিয়ে বৈঠক করেন মুখ্যসচিব।

November 4, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: গুজব ছড়িয়ে বাংলার বিভিন্ন এলাকায় গোলমাল পাকানোর চেষ্টা চলছে। কলকাতা ও তার আশপাশে এই চেষ্টা বেশি হচ্ছে। আসন্ন ছটপুজোয় যেকোনও বিশৃঙ্খলা এড়াতে, পুলিশ প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ।

শনিবার ছট পুজো নিয়ে বৈঠক করেন মুখ্যসচিব। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, দমকলমন্ত্রী সুজিত বসু-সহ পুলিশ ও বিভিন্ন দপ্তরের পদস্থ কর্তারা হাজির ছিলেন। ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে যোগ দিয়েছিলেন জেলাশাসক, পুলিশ সুপার ও কমিশনাররা। গোয়েন্দা এজেন্সিগুলির আরও সক্রিয়তা প্রয়োজন কি না, তা নিয়ে আলোচনা হয়। ছট পুজোকে সামনে রেখে গঙ্গার ঘাট-সহ অন্যান্য জায়গায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।

গঙ্গা প্রত্যেক ঘাটে পর্যাপ্ত আলো থেকে শুরু করে অন্যান্য প্রস্তুতি সময়ের মধ্যে শেষ করার কথা বলা হয়েছে। কঠিন বর্জ্য ব্যাবস্থাপনায় জোর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্গা ও কালীপুজোর মতো ছট পুজোতেও দমকলের তরফে সমস্ত ব্যবস্থা প্রস্তুত রাখা হচ্ছে বলে জানিয়েছেন সুজিত বসু। পুর ও নগরোন্নয়ন দপ্তর ছট নিয়ে একটি এসওপি জারি করতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen