রাজ্য বিভাগে ফিরে যান

চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগ শাহের প্রাক্তন ডেপুটি তথা BJP নেতা নিশীথের আপ্ত সহায়কের বিরুদ্ধে

November 5, 2024 | 2 min read

ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা নিশীথ প্রামাণিকের আপ্ত সহায়কের বিরুদ্ধে এবার আর্থিক প্রতারণার অভিযোগ উঠল প্রাক্তন। অভিযোগ, ভোটে প্রার্থী করা এবং চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নিশীথের ব্যক্তিগত সচিব পরিমল রায় কয়েক লক্ষ টাকার প্রতারণা করেছেন। পরিমল রায়ের বিরুদ্ধে ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের হয়েছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

বিশ্বনাথ শীল নামে এক বিজেপি নেতা পরিমলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। বিশ্বনাথের অভিযোগ, ২০১৬ সালে তাঁকে বিধানসভায় বিজেপির প্রার্থী করার প্রতিশ্রুতি দিয়েছিলেন পরিমল। প্রতিশ্রুতি দিয়ে তিনি বেশ কয়েকবার টাকা নিয়েছেন। বিশ্বনাথের এক আত্মীয়-সহ আরও বেশ কয়েকজনকে চাকরি দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ। নিশীথের আপ্ত সহায়কের বিরুদ্ধে খোদ বিজেপিরই এক নেতার অভিযোগ সামনে আসায়, উপ নির্বাচনের মুখে উত্তরবঙ্গের রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে।

বিশ্বনাথের অভিযোগ, প্রতিশ্রুতির পরও ২০১৬ সালে তাঁকে প্রার্থীও করা হয়নি। তাঁর আত্মীয়রা কেউই চাকরি পায়নি। পরিমলের থেকে টাকা ফেরত পাননি তারা। শেষ পর্যন্ত তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন। জানা গিয়েছে, বিশ্বনাথ শীল ময়নাগুড়ি ব্লকের দক্ষিণ মাধবডাঙ্গা এলাকার বাসিন্দা। ২০১৪ সালে তিনি সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেন। ২০১৬ সালে মেখলিগঞ্জের বিজেপির মণ্ডল সভাপতির দায়িত্ব পেয়েছিলেন। বিশ্বনাথ অভিযোগ করেছেন, নিশীথ প্রামাণিক নিজে তাঁকে দিল্লিতে চাকরির ব্যবস্থা করে দিতেও রাজি হয়েছিলেন। ভিন রাজ্য হওয়ায় সেই প্রস্তাবে রাজি হননি তাঁর আত্মীয়রা। অভিযোগ, এরপর তাঁর আপ্ত সহায়ক তাঁকে ফোন করে একটি জায়গায় দেখা করে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেন।

জানা যাচ্ছে, বিশ্বনাথের কয়েকজন আত্মীয়-সহ গ্রামের বেশ কয়েকজন পরিমলকে কয়েক দফায় ২০ লক্ষেরও বেশি টাকা দিয়েছেন। মধ্যে ব্যাঙ্কের মাধ্যমে দেওয়া হয়েছে ১৭ লক্ষ টাকা। শনিবার বাধ্য হয়ে তিনি ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ জানিয়েছেন, নিশীথ প্রামাণিকের আপ্তসহায়কের বিরুদ্ধে ওঠা প্রতারণার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Nisith Pramanik, #close aid, #parimal roy

আরো দেখুন