এবার ডাক্তারি পরীক্ষায় কড়াকড়ি, সিসি ক্যামেরায় নজরদারি চলবে
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অব টেকনোলজি স্বীকৃত ইঞ্জিনিয়ারিং কলেজগুলির পর এবার ডাক্তারদের পরীক্ষার লাইভ স্ট্রিমিং বা সরাসরি সম্প্রচার হবে। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভাবে ওই সম্প্রচারের ব্যবস্থা করছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্প্রচার দেখতে পাবেন। সেই সঙ্গে প্রত্যেকটি পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরার নজরদারিও থাকবে। পরীক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত ক্যামেরাবন্দি হবে। সেই ফুটেজ এক বছরের জন্য সংরক্ষণ করে রাখবেন কর্তৃপক্ষ।
পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের মোবাইল বা গ্যাজেট নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। যদি কেউ টোকাটুকি বা অনিয়ম করেন, তাদের উত্তরপত্র বাতিল হবে। উত্তরপত্রেও নাম থাকবে না, শুধুমাত্র কোড থাকবে। এই সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের বৈঠকে মেডিক্যাল কলেজের অধ্যক্ষদের পরামর্শে গৃহীত হয়েছে। আগামী মাসে স্নাতকোত্তর পরীক্ষার ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে।
উল্লেখ্য, গত ২১ অক্টোবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা নবান্নে বৈঠক করেছিলেন। সেখানে পরীক্ষা ব্যবস্থায় অস্বচ্ছতার অভিযোগ উঠেছিল। মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছিলেন, পরীক্ষায় আর কাউকে ‘ঘাড় ঘোরাতে দেওয়া’ হবে না। তার পরেই এই কড়াকড়ি।