রাজ্য বিভাগে ফিরে যান

বাংলার উপনির্বাচন LIVE UPDATE: বিকেল ৫টা পর্যন্ত ভোটদানের হার ৬৯ শতাংশ, কোথায় সবচেয়ে বেশি?

November 13, 2024 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ রাজ্যের ছ’টি বিধানসভা আসনে উপনির্বাচন। নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরা, সিতাই এবং মাদারিহাট ভোট শুরু হল সকাল ৭তা থেকে, ভোটগ্রহণ চলবে বেলা ৫টা পর্যন্ত।

প্রসঙ্গত, এই ৬টি কেন্দ্রের মধ্যে বর্তমানে মাদারিহাট ছাড়া সবকটি আসন তৃণমূলের দখলে রয়েছে। গতবার তৃণমূল কংগ্রেস মাদারিহাটে ভোট পেয়েছিল ৬১ হাজারের কিছু বেশি। সেই জায়গায় বিজেপির ভোট ছিল ৯০ হাজারের বেশি। নৈহাটিতে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল ৭৭ হাজারের বেশি ভোট পেয়ে। হাড়োয়ায় তৃণমূল কংগ্রেস পেয়েছিল ১ লক্ষ ৩০ হাজারের বেশি ভোট। সেই জায়গায় বিজেপি পেয়েছিল মাত্র ৩৮ হাজার ভোট। মেদিনীপুরে তৃণমূল কংগ্রেস ১ লক্ষ ২১ হাজারের বেশি ভোট পেয়েছিল, সেই জায়গায় বিজেপি পেয়েছিল ৯৬ হাজারের বেশি ভোট। তালড্যাংরাতে তৃণমূল কংগ্রেস ৯২ হাজার ভোট পেয়ে জয়ী হয়েছিল। একইভাবে সিতাই বিধানসভা কেন্দ্রেও ১ লক্ষ ১৭ হাজার ভোট পেয়ে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই ৬টি আসনে ফলাফল কী হয়েছিল?

নৈহাটি – ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জয়ী প্রার্থী এবং দল – পার্থ ভৌমিক (তৃণমূল)
হাড়োয়া – ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জয়ী প্রার্থী এবং দল – হাজি নুরুল ইসলাম (তৃণমূল)
মেদিনীপুর – ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জয়ী প্রার্থী এবং দল – জুন মালিয়া(তৃণমূল)
তালডাংরা – ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জয়ী প্রার্থী এবং দল – অরূপ চক্রবর্তী(তৃণমূল)
মাদারিহাট – ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জয়ী প্রার্থী এবং দল – মনোজ টিগ্গা(বিজেপি)
সিতাই – ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জয়ী প্রার্থী এবং দল – জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া (তৃণমূল)

২০২৪ সালের লোকসভা নির্বাচনে এই ৬ জন বিধানসভার সদস্যই নিজের দলের হয়ে ভোটে লড়েন এবং জয়ী হন। সাংসদ হিসেবে শপথগ্রহণের আগে তাঁদের পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্যপদ থেকে ইস্তফা দিতে হয়েছিল। ফলে এই বিধানসভা কেন্দ্রগুলি বিধায়ক শূন্য হয়ে পড়ে। পাশাপাশি, লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার পর ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রয়াত হন হাজি নুরুল ইসলামের।

সিতাই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন সঙ্গীতা রায়।
মাদারিহাট কেন্দ্রে তৃণমূলের প্রার্থী জয়প্রকাশ টোপ্পো।
নৈহাটিতে প্রার্থী করা হয়েছে সনৎ দে-কে।
হাড়োয়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী শেখ রবিউল ইসলাম।
মেদিনীপুরে তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন সুজয় হাজরা।
তালড্যাংরা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে ফাল্গুনী সিংহবাবুকে।

সিতাই বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়েছে ন দীপক কুমার রায়।
মাদারিহাট কেন্দ্রে পদ্মশিবিরের প্রার্থী রাহুল লোহার।
নৈহাটিতে প্রার্থী করা হয়েছে রূপক মিত্রকে।
হাড়োয়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী বিমল দাস।
মেদিনীপুরে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন শুভজিৎ রায়।
তালড্যাংরা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে অনন্যা রায় চক্রবর্তীকে।

কোচবিহারের সিতাই কেন্দ্রে এবার বামেদের প্রার্থী হয়েছেন অরুণ কুমার বর্মা। (ফরওয়ার্ড ব্লক)
মাদারিহাট (এসটি) কেন্দ্রে বামফ্রন্টের প্রার্থী পদম ওঁরাও। (আরএসপি)
নৈহাটিতে সিপিআই(এমএল) লিবারেশনের দেবজ্যোতি মজুমদার বামেদের প্রার্থী হয়েছেন।
মেদিনীপুরে বামফ্রন্টের প্রার্থী হয়েছেন সিপিআইয়ের মণি কুন্তল খামরুই।
তালডাংরা থেকে বামফ্রন্টের প্রার্থী সিপিআইএমের দেবকান্তি মোহন্তি।

সিতাই আসনে কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন হরিহর রায়সিংহ।
মাদারিহাটে কংগ্রেসের প্রার্থী হয়েছেন বিকাশ চম্প্রমারি।
নৈহাটি আসনে কংগ্রেস প্রার্থী পরেশনাথ সরকার।
হাড়োয়া আসনে কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন হাবিব রেজা চৌধুরী।
মেদিনীপুর আসনে শ্যামল কুমার ঘোষকে প্রার্থী করেছে কংগ্রেস।
তালডাংরা আসনে কংগ্রেসের টিকিটে লড়ছেন তুষারকান্তি সন্নিগ্রাহী।

এই উপ নির্বাচন রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। রাজ্যের গত ৫ বছরের রাজনৈতিক ইতিহাস বলছে, উপ নির্বাচনে একচেটিয়া দাপট দেখিয়েছে রাজ্যের শাসক দল।

LIVE UPDATE:

১৭.০০: বিকেল ৫টা পর্যন্ত ভোটদানের হার

১৫.৪০: দুপুর ৩ টা পর্যন্ত ভোটদানের হার

১৩.০২: হাড়োয়ায় ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ ISF প্রার্থীর বিরুদ্ধে। মাদারিহাটে বুথে ঢুকে দরজা বন্ধ করে ছাপ্পা দেওয়ার অভিযোগে আটক বিজেপি প্রার্থী।  

১৩.০০: দুপুর ১টা পর্যন্ত ভোটদানের হার

১১:৪০: সকাল ১১টা পর্যন্ত ভোটদানের হার

১০:৪০: ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলে তৃণমূলের পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়ায় অভিযোগ আইএসএফের বিরুদ্ধে।

৯:৪৫: সকাল ৯টা পর্যন্ত ভোটদানের হার

৯.৩০: ভাটপাড়ায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মী

৯:১৫: তালডাংরা বিধানসভা উপ নির্বাচন: ভোট দিলেন তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহ বাবু

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Bengal, #politics, #Bengal Election, #By Election

আরো দেখুন