সকাল সকাল শহরে হাতির আগমন, চক্ষু চড়ক গাছ খড়গপুরবাসীর

গোটা শহরে বিক্ষিপ্তভাবে ঘুরে বেরিয়েছে হাতির দল।

November 13, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি: ফাইল চিত্র

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: মঙ্গলবার সকালে শহরে হাতির পাল ঢুকে পড়ল। হাতির দলকে শহরে ঘুরতে দেখে চক্ষু চড়ক গাছ খড়গপুরবাসীর। এদিন গকুলপুর রেললাইন পেরিয়ে একটি হাতির দল ঢুকে পড়ে খড়গপুর শহরে। প্রথমবার শহরে হাতি ঢুকে পড়ার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে শহরজুড়ে। হাতির পাল খড়গপুর মহকুমা হাসপাতালের কাছে একটি ঝোপের ভেতর আশ্রয় নেয়।

গোটা শহরে বিক্ষিপ্তভাবে ঘুরে বেরিয়েছে হাতির দল। কিছু বাড়ির উঠানেও ঢুকে পড়ে তারা। হাতি একটি বাড়ির গ্রিলও ভেঙে দেয় বলে জানা গিয়েছে। আতঙ্ক ছড়ায় খড়গপুর শহরে। খড়গপুরের অতিরিক্ত বিভাগীয় বনাধিকারিক চিন্ময় বর্মন জানান, রাত আড়াইটা নাগাদ ৯ টি হাতির দল খড়গপুর শহরে ঢুকে পড়ে। এই প্রথম খড়গপুর শহরে হাতি ঢুকে পড়ার ঘটনা ঘটল। বড়সড়ো কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen