রাজ্য বিভাগে ফিরে যান

রাজনৈতিক ঘটনার জেরে সরকারি সম্পত্তি নষ্ট হলে সংশ্লিষ্ট দল বা ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপের নির্দেশ হাইকোর্টের

November 19, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজনৈতিক ঘটনা বা কর্মসূচির জেরে সরকারি সম্পত্তি নষ্ট হলে বা ভাঙচুর হলে সংশ্লিষ্ট দল বা ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতেই হবে, সোমবার এক মামলার শুনানিতে এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। সরকারি সম্পত্তি ভাঙচুর করা হলেও কেন অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ধারা প্রয়োগ করা হয় না, এনিয়ে প্রশ্ন তুলল উচ্চ আদালত।
মামলার শুনানিতে বিচারপতি মন্তব্য, “রাজনৈতিক বিবাদের কারণে সরকারি অফিস কেন ভাঙচুর করা হবে?”

মালদহের পুকুরিয়া গ্রাম পঞ্চায়েত ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে হাই কোর্টে একটি মামলা দায়ের হয়েছিল। সে ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। রাজনৈতিক বিবাদের জেরে কেন সরকারি অফিস ভাঙচুর করা হবে, তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। সরকারি সম্পত্তি ভাঙচুরের সংশ্লিষ্ট ধারা কেন প্রয়োগ করা হয়নি, যা নিয়ে পুলিশের আইনজীবীর কাছে জবাব চান বিচারপতি।

পুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান আদালতে জানান, পঞ্চায়েত বহির্ভূত রাজনৈতিক বিবাদের জেরে পঞ্চায়েত অফিসে ঢুকে ভাঙচুর চালিয়েছিল এক দল দুষ্কৃতী। সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগ আনেন তিনি। অবিলম্বে অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত ধারা প্রয়োগ করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

TwitterFacebookWhatsAppEmailShare

#cases, #WestBengal, #calcutta high court, #Land

আরো দেখুন