পুজো স্পেশাল বিভাগে ফিরে যান

কার্তিক পুজোর শোভাযাত্রায় মেতে উঠল বাঁশবেড়িয়া

November 20, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: মঙ্গলবার রাতে কার্তিক পুজোর শোভাযাত্রায় মেতে উঠল বাঁশবেড়িয়া। আলোকমালায় সেজে ভেসে উঠেছিল গোটা এলাকা। বিশালাকৃতি কার্তিক থেকে শিবঠাকুর, গোরুড় থেকে ভারত মাতা, ৪৩টি পুজো উদ্যোক্তাদের দীর্ঘ শোভাযাত্রায় চাঁদের হাট বসেছে বাঁশবেড়িয়া, চুঁচুড়ায়। জল ও ট্রেন পথেও প্রচুর মানুষ বিভিন্ন প্রান্ত থেকে বাঁশবেড়িয়া, সাহাগঞ্জে জমায়েত করেছিলেন।

পুলিশি নিরাপত্তা ছিল জোরদার। রাত পর্যন্ত সমস্ত অনুষ্ঠান সুষ্ঠুভাবে হয়েছে। প্রচুর মানুষ ভিড় করেছিলেন। পর্যাপ্ত নিরাপত্তা ও দর্শকদের সুবিধার জন্য যাবতীয় ব্যবস্থা রাখা হয়েছিল। ভাসানপর্বও সুষ্ঠুভাবে মিটে গিয়েছে।

কার্তিক পুজোর শোভাযাত্রার মাধ্যমে কার্তিকের বিসর্জন হয়, পাশাপাশি শেষ হয় গঙ্গাপাড়ের উৎসব মরশুম। মরশুমের শেষ উৎসবের স্বাদটুকু চেটেপুটে নেয় হুগলির বাসিন্দারা। বাঁশবেড়িয়া, সাহাগঞ্জে দুপুর গড়ানোর আগে রাস্তার দু’ধারে কাতারে কাতারে মানুষ ভিড় জমান। সোমবার রাত থেকেই শোভাযাত্রার রাস্তার দু’পাশে জায়গা ধরে রাখার তৎপরতা শুরু হয়েছিল। মঙ্গলবার দুপুরেও তা দেখা গিয়েছে। বাঁশবেড়িয়া, ত্রিবেণী স্টেশন এবং ডানলপ ফেরিঘাট দিয়ে দলে দলে মানুষকে শহরে এসেছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#procession, #Kartik Pujo, #kartik puja, #Bansberia

আরো দেখুন