আদানি ইস্যুতে শুরুতেই উত্তাল হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে ২৫ নভেম্বর অর্থাৎ সোমবার থেকে। চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। প্রথমদিন থেকেই সংসদ উত্তাল হওয়ার সম্ভাবনা। আমেরিকায় ঘুষকাণ্ডে আদানি গোষ্ঠীর নাম জড়ানো নিয়ে অধিবেশনে আলোচনা চাইল বিরোধীরা।
গৌতম আদানি, সাগর এবং আদানি গোষ্ঠীর আরও কিছু আধিকারিকের বিরুদ্ধে আমেরিকার বিচার বিভাগীয় আদালত এবং আমেরিকার শেয়ার বাজার নিয়ন্ত্রক এসইসি অভিযোগ করেছে, আদানি গোষ্ঠীর সংস্থা আদানি গ্রিনের মাধ্যমে সৌর বিদ্যুৎ সরবরাহ করার ক্ষেত্রে বিদ্যুতের চড়া দাম-সহ বিশেষ কিছু সুবিধা পাওয়ার জন্য ভারতীয় কিছু সরকারি আমলাকে ২২০০ কোটি টাকা (২৬.৫ কোটি ডলার) ঘুষ দেওয়ার পরিকল্পনার সঙ্গে যুক্ত তাঁরা। অভিযোগে বলা হয়েছে, ওই সব সুবিধার সুবাদে ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে ২০০ কোটি ডলার মুনাফা করার পরিকল্পনা ছিল সংস্থার।
অধিবেশনে আদানি গোষ্ঠীর বিষয়ে আলোচনা ছাড়াও মণিপুরের অশান্তির প্রসঙ্গ নিয়েও আলোচনা চেয়েছেন বিরোধীরা। পাশাপাশি দিল্লির দূষণ এবং ঘন ঘন ট্রেন দুর্ঘটনার মতো বিষয়গুলি নিয়েও সংসদে আলোচনা করতে চাইছে বিরোধীরা।