উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

সুবিধা পোর্টালে স্লট বুকিং বন্ধ! বাংলাদেশে আলু ও পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে রাশ টানতে চলেছে রাজ্য?

November 26, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্যে আনাজের দাম বাড়ছে, তাতে নিয়ন্ত্রণ টানতে একাধিক পদক্ষেপ করছে রাজ্য। আলু ও পেঁয়াজ বাংলাদেশে রপ্তানির ক্ষেত্রে সুবিধা পোর্টালে রবিবার থেকে নতুন করে স্লট বুকিং করা যাচ্ছে না। এ ঘটনার জেরে ভারতীয় ব্যবসায়ীরা মনে করছেন, আলু ও পেঁয়াজ বাংলাদেশে রপ্তানির ক্ষেত্রে রাশ টানতে চলেছে রাজ্য। বাজার দর নিয়ন্ত্রণে আনতে এই পদক্ষেপ করা হয়েছে।

রবিবার কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা স্থলবন্দরে আটকে পড়ে কয়েকটি আলু ও পেঁয়াজ ভর্তি ট্রাক। আগে থেকে স্লট বুকিং থাকায় ছ’টি আলু বোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে। পেঁয়াজের কোনও গাড়ি বাংলাদেশে এদিন রপ্তানি হয়নি। উল্লেখ্য, ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে কোনও পণ্য রপ্তানি করতে হলে সুবিধা পোর্টালে আগাম ‘স্লট বুকিং’ করতে হয়। রাজ্যের খাতায় নির্দিষ্ট পরিমাণ রাজস্ব জমা দেওয়ার পরই পণ্যভর্তি ট্রাক বাংলাদেশে প্রবেশের ছাড়পত্র মেলে। শনিবারও ভারত থেকে বাংলাদেশে আলু সহ অন্যান্য পণ্য রপ্তানি হয়েছে। কিন্তু রবিবার সকাল থেকে পরিবহণ দপ্তরের সুবিধা পোর্টালে অন্যান্য পণ্যের হলেও আলু ও পেঁয়াজের ক্ষেত্রে ‘স্লট বুকিং’ হচ্ছে না।

বাংলাদেশে পেঁয়াজ, আলু পাঠানো নিয়ে দারুণ সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা। সীমান্তেই দাঁড়িয়ে ছিল আলু ও পেঁয়াজ বোঝাই বেশ কয়েকটি ট্রাক। ব্যবসায়ীদের একাংশের বক্তব্য, সীমান্ত দিয়ে যেসব পেঁয়াজের গাড়ি বাংলাদেশে যায়, সেগুলি ভিনরাজ্য থেকে আসে। রাজ্যের উৎপাদিত পেঁয়াজ নয়। আলুর ক্ষেত্রে ভিনরাজ্যের পাশাপাশি এ রাজ্যের আলুও বাংলাদেশে রপ্তানি হয়। জানা গিয়েছে, রাজ্য সরকার এ নিয়ে কোনও নির্দেশিকা না দিলেও আলু ও পেঁয়াজের ক্ষেত্রে সুবিধা পোর্টালে ‘স্লট বুকিং’ হচ্ছিল না।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bangladesh, #potatoes, #Onions, #Export, #suvidha portal, #Slot booking

আরো দেখুন