← খেলা বিভাগে ফিরে যান
অ্যাডিলেডে স্টার্ক শো! দিন-রাতের টেস্টে প্রথম দিনেই চাপে ভারত
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অ্যাডিলেডে দিন-রাতের টেস্টের প্রথম দিনেই ব্যাকফুটে ভারত। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত। কিন্তু পিছু ছাড়ল না ব্যাটিং বিপর্যয়। মিচেল স্টার্ক, কামিন্সেরা দাঁড়াতে দিলেন না ভারতীয় ব্যাটারদের।
যশস্বী জয়সওয়াল শূন্য রানে আউট হন। দলের ৬৯ রানের মাথায় রাহুল ফেরেন। কোহলি উইকেট দেন স্টার্ককে।
একে একে আউট হয়ে যান শুভমন, ঋষভ পন্থ, রোহিত। নীতীশ কুমার রেড্ডির ৪২ এবং রবিচন্দ্রন অশ্বিনের ব্যাট থেকে আসা ২২ রানে ভর করে এগোয় ভারত। ভারতের ইনিংস ১৮০ রানে গুটিয়ে যায়। স্টার্ক। ৪৮ রানে ৬ উইকেট নেন তিনি। কামিন্স এবং বোল্যান্ড ২ করে উইকেট নিলেন।
প্রথম দিনের শেষে সুবিধাজনক জায়গায় অস্ট্রেলিয়া। অজিদের রান ১ উইকেটে ৮৬। ১৩ রান করে আউট হয়েছেন উসমান খোয়াজা। ৯৪ রানে পিছিয়ে তারা। ম্যাকসুইনির অপরাজিত রয়েছেন ৩৮ রানে। লাবুশেন ২০ রানে অপরাজিত আছেন।